No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    পুজোয় দশাশ্বমেধ ঘাটে যন্ত্রণা থেকে স্বস্তি খুঁজছে বৌবাজার   

    পুজোয় দশাশ্বমেধ ঘাটে যন্ত্রণা থেকে স্বস্তি খুঁজছে বৌবাজার   

    Story image

    ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বিপর্যয়ের শিকার হয়েছে বৌবাজার। সেখানে ৫৬ বছরের পুরোনো স্যাঁকরা পাড়ার দুর্গাপুজো এবার বন্ধ। এরকম পরিস্থিতিতে স্যাঁকরা পাড়ার বাসিন্দারের পাশে দাঁড়াল মহানগরের আরেক পুজো কমিটি।

    জগৎ মুখার্জি পার্কে এবছর পুজোর ৮৩তম বর্ষ। এবার এই পুজোকমিটির থিম বারাণসীর দশ্বাশ্বমেধ ঘাট। থিমের রূপায়নে আছেন শিল্পী সুপ্রতিম সরকার। প্রতিমা নির্মাণ করছেন মৃৎশিল্পী নবকুমার পাল। কাশীর গঙ্গারতি উঠতে আসতে চলেছে পুজোমণ্ডপে। সেখানেই পুজোর দিনগুলোতে আনন্দ ভাগ করে নিতে পারবেন স্যাঁকরা পাড়ার বাসিন্দারা।

    পুজোয় স্যাঁকরা পাড়ার আরতি হবে জগৎ মুখার্জি পার্কে। পুষ্পাঞ্জলি, সিঁদুর খেলা সবকিছুতে অংশ নিতে পারবেন স্যাঁকরা পাড়ার বাসিন্দারা। তার জন্য স্যাঁকরা পাড়া দুর্গোৎসব কমিটি এবং জগৎ মুখার্জি পার্কের যৌথ সদস্য ব্যাচও তৈরি হয়েছে। 

    ছবি - প্রতীকী 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @