No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    রসগোল্লার পর জিআই স্বীকৃতি পেল বাংলার দার্জিলিং চা

    রসগোল্লার পর জিআই স্বীকৃতি পেল বাংলার দার্জিলিং চা

    Story image

    দার্জিলিং চা এখন বাংলা ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের দরবারে। এই চায়ের স্বাদ হার মানাতে বাধ্য অধিকাংশ চা-কেই। রসগোল্লা কি বাংলার? এই নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছিল। তারপর সব বাধা পেরিয়ে রসগোল্লা পেয়েছিল জিআই ট্যাগের স্বীকৃতি। রসগোল্লা শুধুমাত্র বাংলার নিজস্ব হয়ে উঠেছিল। ঠিক এমন অবস্থায় বাংলার মুকুটে জুড়ল আরও একটি পালক। এবার জিআই ট্যাগ পেল দার্জিলিং-এর সবুজ চা এবং সাদা চা। প্রেস বিবৃতিতে দার্জিলিং টি অ্যাসোসিয়েশন জানিয়েছে, দার্জিলিংয়ের সবুজ এবং সাদা চা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস অ্যাক্ট ১৯৯৯–এর অধীনে নথিভুক্ত হয়েছে। ২০১৭ সালের ডিসেম্বর মাসে টি–বোর্ডের তরফে এর জন্য একটি আবেদন জমা দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতেই এই জিআই ট্যাগ পেল দার্জিলিং চা।

    দার্জিলিং-এ সবুজ চা উৎপন্ন হয় ১ মিলিয়ন কিলোগ্রাম এবং সাদা চা উৎপন্ন হয় ১ লক্ষ কিলোগ্রাম। সর্বমোট চা উৎপন্ন হয় ৮.৫ মিলিয়ন। জিআই তকমার ফলে দার্জিলিং চায়ের মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করে টি অ্যাসোসিয়েশন।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @