No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    আশ্রয়হীন মানুষদের হাতে খাবার পৌঁছে দিচ্ছে দার্জিলিংয়ের গ্লেনারিস ক্যাফে

    আশ্রয়হীন মানুষদের হাতে খাবার পৌঁছে দিচ্ছে দার্জিলিংয়ের গ্লেনারিস ক্যাফে

    Story image

    দার্জিলিংপ্রেমী মানুষরা জানেন, গ্লেনারিসের কথা। দার্জিলিং ঘুরতে এসেছেন, অথচ গ্লেনারিসের কন্টিনেন্টাল খাবার, চা, কফি খাননি, সে ধরনের মানুষ হাতে গোনা। করোনা ভাইরাসের ভয়ানক পরিস্থিতিতে স্থানীয় মানুষদের পাশে এগিয়ে এল গ্লেনারিস। সোশ্যাল মিডিয়ায় তাঁদের পেজ থেকে বলা হয়েছে, “সবকিছুর মতো এই অসময়ও আমরা সকলে মিলে ঠিক কাটিয়ে উঠতে পারব।”

    গ্লেনারিসে এখন যেটুকু খাবার অবশিষ্ট আছে, তা পৌঁছে যাচ্ছে স্থানীয় নিঃসহায় মানুষদের হাতে। সম্পূর্ণ বিনামূল্যে এই খাবারগুলি তাঁরা মানুষের হাতে তুলে দিতে পেরে বেজায় খুশি। গ্লেনারিসের পক্ষ থেকে দার্জিলিং-এর স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছে যে, প্রত্যেকেই যদি দৈনন্দিন খাবার থেকে কিছুটা বাঁচিয়ে আশ্রয়হীন, ভবঘুরে মানুষদের দেন, তাহলে এই অসময়ে কিছুটা রক্ষা পাবে প্রত্যেকে।

    গ্লেনারিসের ফেসবুক পোস্ট 

    গ্লেনারিস জানিয়েছে, এই পরিস্থিতিতে যাঁরা নিজেদের বাড়ি ছেড়ে আছেন, তাঁদের জন্যও খাবার পৌঁছে দেবার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য একটি এনজিওর সঙ্গে কথাও হয়েছে তাঁদের। করোনা ভাইরাসের প্রাক্কালে বাজারে দৈনন্দিন জিনিসের দাম আকাশছোঁয়া। ঠিক এমন সময় দার্জিলিং-এর নামী এই ক্যাফে সাহায্যের হাত বাড়িয়ে দিল, তা তো কম গর্বের নয়! সোশ্যাল মিডিয়ায় সর্বস্তর থেকে প্রশংসা পাচ্ছে গ্লেনারিস।

    ছবি- সংগৃহীত 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @