No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    অপরাজিতা ঘোষ-র ‘ডান্স অফ জয়’

    অপরাজিতা ঘোষ-র ‘ডান্স অফ জয়’

    Story image

    রবীন্দ্রনাথের নৃত্য ভাবনা নিয়ে ডকু-ফিচার ‘ডান্স অফ জয়’- বানালেন অপরাজিতা ঘোষ। সঞ্চালিকা অভিনেত্রীর পর তাঁর প্রথম পরিচালনা প্রয়াস- রবীন্দ্র নৃত্যের ওপর ভিডিও ডকুমেন্টেশন। অপরাজিতা ঘোষের তৈরি এই ছবি বাংলার নিজস্ব নৃত্য ভাবনাকে প্রতিষ্ঠা করার এক দৃঢ় পদক্ষেপ।

    শান্তিনিকেতনে বড় হওয়া অপরাজিতা ঘোষ শিল্পী জগতে এক বিশেষ পরিচিত নাম। তথ্য, ভিডিও এবং সাক্ষাৎকারের মাধ্যমে রবীন্দ্রনাথের গানের সাথে তাঁর নৃত্য শৈলীকে উপস্থাপন করা হয়েছে এই ডকু-ফিচারে। স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওতে অপরাজিতা রবীন্দ্রনাথের নৃত্য ভাবনা ও দর্শন আমাদের সামনে তুলে ধরেছেন। নেহাতি তাত্ত্বিক একটা পরিবেশনা নয়, এই ফিল্ম কে সাধারণ মানুষের কাছে উপভোগ্য করার জন্য তিনি সমকালীন সময়ের এক পুরুষ ও নারীর সম্পর্কের টানাপড়েন কে অনেকটা প্রতীকী হিসেবে ব্যবহার করেছেন। অপরাজিতা নিজেও এই ডকু-ফিচারের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং রবীন্দ্র প্রেমিক ও নৃত্য শিল্পী হওয়ার সুবাদে খুব সাবলীল ভাবে এই বিষয়টিকে উপস্থাপন করতে পেরেছেন।

    জিতেন সিং

    এই ছবিতে রবীন্দ্র বিশেষজ্ঞ শান্তিনিকেতনের সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাঁর উপস্থিতি দিয়ে বিষয়কে সমৃদ্ধ করেছেন। অপরদিকে পরিচিত নৃত্যশিল্পী অলকানন্দা রায়,  জিতেন সিং, শঙ্কর নারায়ণন, তনুশ্রী শঙ্কর, সুদর্শন চক্রবর্তী সহ আরও অনেকের সাক্ষাৎকার ও পারফর্মেন্স এই ছবির বাড়তি পাওনা।

    সুদর্শন চক্রবর্তী

    রবীন্দ্রনাথ তাঁর সংগীতের মতই নৃত্য ভাবনাতেও ভারতবর্ষ তথা বিদেশের বেশ কিছু ধারার সংমিশ্রণ ঘটিয়েছেন। এই ‘ডান্স অফ জয়’-র নির্মাণে অপরাজিতা সফল ভাবে  দর্শকদের এই ব্যাপ্তির একটা পূর্ণাঙ্গ ধারণা দিয়েছেন। সম্প্রতি নন্দনে তিনি তার পরিচালিকা হিসেবে প্রথম ছবির প্রদর্শনীর আয়োজন করেন। এবং বলা বাহুল্য এই ছবি দেখে গুণীজনদের প্রশংসা পান।

    প্রায় এক দশকের উপরে বিনোদনের বিভিন্ন ক্ষেত্রে সফল সময় কাটানোর পর অপরাজিতা ঘোষ তাঁর সমাজের প্রতি দায়বদ্ধতার তাগিদ থেকে বাংলার মানুষকে তাদের একান্ত নিজস্ব এক নৃত্য ধারার কথা বলার প্রয়োজনীয়তা বোধ করেন। আর সেই কারণেই এই স্বল্প দৈর্ঘ্য এর চিত্র নির্মাণ।

    বঙ্গদর্শনের তরফে অপরাজিতা ঘোষের এই প্রয়াসকে অভিনন্দন জানাই।      

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @