মালদা মেডিক্যাল কলেজে শুরু হচ্ছে ১২৫ শয্যার এই কোভিড হাসপাতাল

আগামী সপ্তাহের শুরুতেই ১২৫ শয্যার কোভিড হাসপাতাল চালু করছে মালদা মেডিক্যাল কলেজ। ২০ জুলাই থেকেই এই হাসপাতাল চালু হয়ে যাচ্ছে। মালদা মেডিক্যাল কলেজের ট্রমা কেয়ার ইউনিট বিল্ডিংয়ে এই হাসপাতালটি স্থায়ীভাবে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছেন মালদা মেডিক্যাল কর্তৃপক্ষ।
করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এতদিন পুরোনো মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রামপঞ্চায়েতের নারায়ণপুর এলাকার কোভিড–১৯ হাসপাতালে পাঠানো হত। কিন্তু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। নতুন কোভিড হাসপাতাল হলে সেই সমস্ত সমস্যা অনেকখানি মিটে যাবে বলেই মনে করা হচ্ছিল।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, পথ দুর্ঘটনায় রোগীদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তৈরি হয়েছিল ট্রমা কেয়ার ইউনিট সেন্টারটি। কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত সেই ট্রমা কেয়ার ইউনিট ভবনটি কোভিভ হাসপাতালে রূপান্তরিত করা হয়েছে। চারতলা ভবনে আপাতত ১২৫ বেডের এই হাসপাতালটি চালু করা হচ্ছে। সেই বিল্ডিংয়ে লালারসের নমুনা পরীক্ষার কেন্দ্রও খোলা হয়েছে। আইসিইউর পাশাপাশি ভেন্টিলেটর সিস্টেম-সহ অন্যান্য যাবতীয় আধুনিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা থাকবে। করোনায় সংক্রমিত রোগীদের এবার থেকে মেডিক্যাল কলেজের কেয়ার ইউনিট সেন্টার বিভাগের হাসপাতালে রেখে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে।