পড়ুয়াদের কর্পোরেট প্রশিক্ষণ দেবে সংস্কৃত বিশ্ববিদ্যালয়

পড়ুয়ারা যাতে প্রাতিষ্ঠানিক লেখাপড়া সাঙ্গ করার পর নিজেদের চাকরির উপযোগী করে গড়ে তুলতে পারে, তার জন্য এখন বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে। এবার কলকাতার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ও সেই পথে হাঁটল। পড়ুয়াদের কর্মোপযোগী করে তুলতে ইন্টারভিউয়ে বসা থেকে নিজেকে কীভাবে চাকরির পরীক্ষায় প্রস্তুত করবেন একজন প্রার্থী – তার জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে তারা।
আগামী ২৫ মার্চ থেকে কেবলমাত্র স্নাতকোত্তরের ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ কর্পোরেট প্রশিক্ষণ শুরু হবে। ৩৬ ঘণ্টার কোর্স করতে হবে পড়ুয়াদের। শনিবার চার ঘণ্টা এবং অন্য দিনগুলোতে থাকবে দু’ঘণ্টা করে ক্লাস। মাঝে মাঝে বিরতিও থাকবে। একটি বেসরকারি এজেন্সিকে এই কাজে নিয়োগ করা হয়েছে। তাদের প্রতিনিধিরাই বিশ্ববিদ্যালয়ে এসে ক্লাস নেবেন। পড়ুয়াদের মূল্যায়ন করা হবে ক্লাসের মধ্যেই। এই কোর্স পড়ুয়াদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে কর্তৃপক্ষ। তবে ট্রেনিং নিতে আলাদা কোনো অর্থ দিতে হবে না। কোর্সের সমস্ত আর্থিক দায়দায়িত্ব বিশ্ববিদ্যালয়ই বহন করবে। প্রশিক্ষণের শেষে পাওয়া যাবে সার্টিফিকেট।
এতদিন দেখা গেছে, বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদেরই সাধারণত চাকরির জন্য প্রস্তুত করতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সেই দিক থেকে, কলা বিভাগের পড়ুয়াদের জন্য এই ধরনের উদ্যোগ খানিকটা অভিনব তো বটেই। তবে এই ট্রেনিং-এ ছাত্রছাত্রীদের উপকার হবে বলেই মনে করছে শিক্ষামহল।