No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    কমিউনিটি কিচেনের মাধ্যমে শ্রমিক ও দুঃস্থদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

    কমিউনিটি কিচেনের মাধ্যমে শ্রমিক ও দুঃস্থদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়

    Story image

    করোনার প্রকোপ সবচেয়ে বেশি পড়ছে সমাজের নিম্নমধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণির উপর। প্রতিনিয়ত তাঁরা শুধুমাত্র এই কঠিন ভাইরাসের সঙ্গে লড়াই করছেন তাই নয়, কী খাবেন তাও ভাবতে হচ্ছে। ঠিক এরকম পরিস্থিতিতে সমাজের বিভিন্ন স্তর নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামও।

    পথবাসী, আটকে পড়া শ্রমিক ও দুঃস্থদের কাছে খাবার পৌঁছে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এরজন্য ক্যাম্পাসেই ‘কমিউনিটি কিচেন’ তৈরি করেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা। সোমবার যাদবপুর স্টেশনের প্ল্যাটফর্ম ও স্টেশন সংলগ্ন এলাকায় খাবার বিলি করা হয়। এদিন প্রায় ১২০ জনের খিচুড়ি রান্না করা হয়েছিল। উদ্যোগটি এ নিয়ে আট দিনে পড়ল। 

    লকডাউন হওয়াতে অনেকেই খাবারের সমস্যায় পড়ছেন। এই দিকের কথা ভেবেই কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করা হয়। কর্তৃপক্ষ অনুমতি দিলে ক্যাম্পাসের চার নম্বর গেটের কাছে পার্কিংলটে তৈরি করা হয় কমিউনিটি কিচেন। রান্না করছেন পড়ুয়ারাই। খাবার বিলি করার জন্য মিলেছে পুলিশের অনুমতিও। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে চলছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তৈরির কাজও।

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @