No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বিলুপ্তপ্রায় টোটবি ভাষার একমাত্র পত্রিকা যোগ দিয়েছে এবারের কলেজ স্কোয়ার মেলায়   

    বিলুপ্তপ্রায় টোটবি ভাষার একমাত্র পত্রিকা যোগ দিয়েছে এবারের কলেজ স্কোয়ার মেলায়   

    Story image

    কলেজ স্কোয়ারে আজ শুরু হল ‘সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা’। লিটল ম্যাগাজিনের এই উৎসবে পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে বহু পত্রিকা অংশগ্রহণ করেছে। এমনকি, বিলুপ্তপ্রায় টোটবি ভাষার পত্রিকাও যোগ দিয়েছে এবারের মেলায়। 

    আলিপুর দুয়ার থেকে আসা সেই পত্রিকার নাম ‘টোটবিকো লাইকো দেরেং’। টোটো উপজাতির ভাষা টোটবিতে এই নামের অর্থ ‘টোটোদের গ্রামের খবর’। পত্রিকাটির সম্পাদক সত্যজিৎ টোটো আমাদের জানালেন, “টোটবি ভাষার একমাত্র লিখিত পত্রিকা আমরাই প্রকাশ করি। আমাদের ভাষায় কোনো নিজস্ব বর্ণমালা নেই। তাই বাংলা বর্ণমালাতেই আমরা লিখে থাকি। পাশাপাশি, আমাদের ভাষার থেকে বাংলা অনুবাদ করে সেই সাহিত্য আমরা এই পত্রিকায় প্রকাশ করি। আজ প্রথম কলেজ স্কোয়ার লিটল ম্যাগাজিন মেলায় এলাম। এখানে এতগুলো পত্রিকা দেখে আমার বেশ ভালো লাগছে”। এখনও পর্যন্ত ‘মাতৃভাষা’, ‘নিবিড়’, ‘আঙ্গিক’, ‘একক মাত্রা’, ‘ঘুম নেই’-এর মতো ৯০টি পত্রিকা মেলায় পসরা সাজিয়ে বসেছে। আরও বেশ কিছু পত্রিকা অংশগ্রহণ করবে বলে জানিয়েছে, কিন্তু, এখনও এসে পৌঁছতে পারেনি। 

    আজ থেকে শনিবার পর্যন্ত ৩ দিন দুপুর ২টো থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। আয়োজনে ‘লিটল ম্যাগাজিন সমন্বয় মঞ্চ’। ৩ দিন ধরেই মেলা প্রাঙ্গণে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ সন্ধেবেলা অঙ্কুর দলের নাটক ‘মধুসূদন দাদা’, অন্য কণ্ঠ-র ‘ভুল রাস্তা’ এবং কোটনিস মাস থিয়েটারের ‘বহমান সেই রাত’ পরপর মঞ্চস্থ হবে। কাল থাকবে অ্যাক্টো-র নাটক ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না’; বাদল সরকার রচিত নাটক ‘বাঘ’ পরিবেশন করবে আয়না নাট্যগোষ্টী। শনিবার থাকবে পথসেনার নাটক ‘টেলিস্কোপ’; সব্যসাচী ও সৌমি পরিবেশন করবেন ‘ভুল রাস্তা’। পাশাপাশি গান, কবিতা, গীতিনাট্য, গীতি আলেখ্যও থাকবে এই ক’টি দিন। সমগ্র অনুষ্ঠানের আয়োজন করেছে ‘ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক উদ্যোগ’। 

    ২০০৬ সালে গড়ে ওঠে সারা বাংলার বিভিন্ন লিটল ম্যাগাজিনের ঐক্যবদ্ধ সংগঠন ‘লিটল ম্যাগাজিন সমন্বয় মঞ্চ’। প্রেসিডেন্সি কলেজের মাঠে ২০০৮ সালে এই সংগঠন ‘সারা বাংলা লিটল ম্যাগাজিন মেলা’-র আয়োজন করে। তারপর কলেজ স্কোয়ারে প্রত্যেক বছর মেলা আয়োজিত হতে থাকে। এবার সেই মেলা ১৩তম বর্ষে পা দিল। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @