দিনে লক্ষাধিক করোনা পরীক্ষা করতে রাজ্যে আসছে সুইডেনের যন্ত্র

করোনা মোকাবিলায় সুইডেন থেকে অত্যাধুনিক যন্ত্র আনছে রাজ্য সরকার। প্রত্যেকটি যন্ত্র আরটিপিসিআর পদ্ধতিতে ৫-৬ ঘণ্টায় গড়ে ১২ হাজার ব্যক্তির লালারস থেকে রোগ নির্ণয় করতে সক্ষম।
আইসিএমআর-এর সঙ্গে বৈঠকে দিনে এক লক্ষ করোনা পরীক্ষার প্রস্তাব উঠেছিল। সেই লক্ষ্যেই কোবাস কিট যন্ত্র আনা হচ্ছে সুইডেন থেকে। ভারতেও মধ্যে পশ্চিমবঙ্গই প্রথম এই অত্যাধুনিক যন্ত্র কাজে লাগাতে চলেছে। প্রাথমিকভাবে ৮টি কোবাস কিট আনানো হবে, যেগুলিকে নিয়ে স্বাস্থ্য দপ্তর এবং নাইসেড চলতি মাসেই কাজ শুরু করবে। প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকায় সমুদ্রপথে যন্ত্র আনার বরাত দিয়েছে রাজ্য সরকার। শুরুতে কলকাতা এবং উত্তরবঙ্গের কিছু সরকারি হাসপাতাল ও ল্যাবরেটারিতে এই যন্ত্র ব্যবহার করা হবে। তারপর আরও বিভিন্ন জায়গায় কোবাস কিটের মাধ্যমে করোনা পরীক্ষার কাজ চলবে।
এই যন্ত্র নিজের খরচেই আনছে রাজ্য সরকার। আমদানি শুল্ক এবং অন্যান্য খরচ-সহ প্রত্যেকটি যন্ত্রের জন্য দু’লক্ষ টাকার কাছাকাছি ব্যয় হবে।