কৃষকদের উদ্দেশে দেওয়া কথা রাখলেন মুখ্যমন্ত্রী, দ্বিগুণ হল ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা

করোনা পরিস্থিতিতে রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় এসে ভোট-পর্বে দেওয়া সকল প্রতিশ্রুতিই একে একে পূরণ করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার কৃষকদের প্রতি তাঁর দায়িত্ব বুঝিয়ে দিলেন তিনি। একলাফে দ্বিগুণ বৃদ্ধি করলেন ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা। অনেকদিনই রাজ্যে চালু ছিল কৃষক বন্ধু প্রকল্প। বছরে ৫ হাজার টাকা পেতেন রাজ্যের সমস্ত কৃষকরা। তা বাড়িয়ে করা হল ১০ হাজার টাকা করা হল। বৃহস্পতিবার নবান্নে এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আজ থেকেই কৃষকবন্ধু প্রকল্পের টাকা পাবেন কৃষকরা।রাজ্যে কৃষি ক্ষেত্রে উন্নয়নে বাড়তি নজর রয়েছে মমতার সরকারের। এবারের নির্বাচনী প্রতিশ্রুতিতে সেই ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। সম্প্রতি মন্ত্রিসভাতে তা পাশ হয়। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা অনুযায়ী, যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি আছে, তাঁদের বরাদ্দ টাকা বাড়িয়ে ন্যূনতম ৪ হাজার টাকা করা হয়েছে। আগে এক্ষেত্রে টাকার অঙ্ক ছিল মাত্র ২ হাজার টাকা। আবার এক একরের বেশি জমি যাঁদের আছে, তাঁরা পাবেন বার্ষিক ১০ হাজার টাকা। এই খাতে আগে টাকার অঙ্ক ছিল ৫ হাজার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে স্বভাবতই খুশি কৃষকমহল।
প্রসঙ্গত, কৃষকদের পাশে মমতার থাকার প্রমাণ বারবার মিলছে। দিল্লিতে কৃষক আন্দোলনের পাশে দাঁড়ানোই শুধু নয়, সম্প্রতি কৃষক নেতা রাকেশ টিকাইত নবান্নে এসে দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তৃণমূলকে বারবার পথে নামতেও দেখা গিয়েছে কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে। কেন্দ্রের নতুন কৃষি আইনের শুরু থেকেই বিরোধী ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।