No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সে চৌরাসিয়ার বাঁশি, শাহিদ পারভেজের সেতার, সুমনের বাংলা খেয়াল

    ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সে চৌরাসিয়ার বাঁশি, শাহিদ পারভেজের সেতার, সুমনের বাংলা খেয়াল

    Story image

    জ ১৫ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হচ্ছে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স। এই নিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করছে ভারতীয় রাগসংগীতের অনুষ্ঠান। রবীন্দ্র সদন চত্বরের একতারা মুক্তমঞ্চে অনুষ্ঠান চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শাস্ত্রীয় সংগীতকে শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক সংগীতপ্রেমী শ্রোতাদের কাছেই নয়, সাধারণ মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলার জন্য মুক্তমঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের ক্লাসিক্যাল কনফারেন্সের মূল আকর্ষণ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া। ১৫ জানুয়ারি, বুধবার বিকেল ৫টা থেকে কিংবদন্তি বাঁশিবাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার সঙ্গে উপস্থিত থাকবেন পণ্ডিত সমর সাহা (তবলা), উস্তাদ নিশাত খান (সেতার), উস্তাদ সাবির খান (তবলা)। ১৬ জানুয়ারি বিকেল ৫টা থেকে অনুষ্ঠান করবেন প্রখ্যাত সেতার বাদক উস্তাদ শাহিদ পারভেজ এবং ১৭ জানুয়ারি বিকেল ৫টা থেকে বাংলা খেয়াল পরিবেশন করবেন কবীর সুমন। এছাড়াও তিনদিন ধরে চলবে বাংলার রাগ-সংগীত বিষয়ক একটি প্রদর্শনী। এই ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্সের আয়োজক পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি।

    প্রসঙ্গত, ২০২২ সাল থেকে ডিস্ট্রিক্ট ক্লাসিক্যাল মিউজিক্যাল ফেস্টিভ্যাল করে আসছে রাজ্য। এ-বছর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে চন্দননগর, দুর্গাপুর, মেদিনীপুর, শিলিগুড়ি, বহরমপুর ও সিউড়ি— এই ছয় শহরে অনুষ্ঠিত হবে।

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @