শহরের রাস্তায় পা মেলাচ্ছে স্বর্ণযুগের সিনেমা

কবীর সুমন তাঁর গানে লিখেছেন, “প্রথম শেখা ইমন রাগ প্রথম ঝাপতাল,/ প্রথম দেখা শহরজোড়া বিরাট হরতাল,/ প্রথমবার লুকিয়ে টানা প্রথম সিগারেট,/ প্রথমবার নিজামে গিয়ে কাবাব ভরপেট।/ এই শহর জানে আমার প্রথম সবকিছু,/ পালাতে চাই যত সে আসে আমার পিছু পিছু।” ভালোবাসা, রং, সিনেমা, গানের শহর কলকাতা প্রথম অনেককিছুর সাক্ষী। এই শহর এখন চলতিফিরতি সিনেমার ক্যাটালগ। তাকে উল্টে পাল্টে দেখতে জানতে হয়। দেখার চোখ খোলা রাখতে হয় সবসময়। রাস্তায় হাঁটতে হাঁটতে আপনি জেনে নিতে পারেন স্বর্ণযুগের চলচ্চিত্রের ইতিহাস। এর সঙ্গে খোঁজ পেয়ে যাবেন কোথায় কোন এলাকায় থাকতেন সেই স্বর্ণযুগের অভিনেতা-অভিনেত্রী-পরিচালকরা। কলকাতাকে এমন অভিনব সিনেমার সিনেচিত্রে বা ওয়াল-আর্টের মাধ্যমে সাজাতে প্রায় তিনবছর আগে উদ্যোগ নিয়েছিল ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন।
এই ভাবনা থেকেই কলকাতার উত্তর থেকে দক্ষিণ, বিভিন্ন অঞ্চলে রাস্তার মোড়ে গাছের নিচে বা বিল্ডিং-এর পাশে বসানো হয় সিএসসির ফিডার বক্স। কলকাতায় এতদিন প্রায় সমস্ত ফিডার বক্সের চিত্রটা ছিল হয় সেখানে পানের পিকের দাগে ভর্তি কিংবা বক্সের আশেপাশে আবর্জনার দুর্গন্ধ ছড়াত। থাকত বিভিন্ন পোস্টার। শহরের সৌন্দর্যায়ন বৃদ্ধিতে এই ফিডার বক্সগুলিকে নতুন রূপ দিতে উদ্যোগী হয়েছিল সিএসসি। দক্ষিণ কলকাতার লেক অঞ্চলে একসময় বাস করতেন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, চিত্র-পরিচালক সত্যজিৎ রায়। এই অঞ্চলে রোডের দুটি নাম পাওয়া যায়- ৩, লেক টেম্পল রোড এবং ১০, শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউ। লেক এলাকায় আপনি যদি মেনকা সিনেমাহলের রাস্তা ধরে লম্বালম্বি হাঁটেন, দেখতে পাবেন তাঁদের স্মরণেই সেজে উঠেছে এই ফিডার বক্সগুলি। সত্যজিৎ রায়ের ‘নায়ক’, অরণ্যের দিনরাত্রি’, ‘চারুলতা’ থেকে শরৎচন্দ্রের ‘পরিণীতা’, ‘দেবদাস’ এমনকি হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী গান ‘এই রাত তোমার আমার’। যে পোস্টার নাম নামগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলা চলচ্চিত্রের এক দীর্ঘ ইতিহাস। এক জায়গায় লেখা রয়েছে এই শিল্পকর্ম অনুপ্রাণিত হয়েছে অনিকেত মিত্রের থেকে।
সিএসসির তরফে জানানো হয়েছে যে, এই উদ্যোগ শুরু হয়েছিল ২০১৬ সালের দুর্গাপুজোর সময় থেকে। ইতিমধ্যে লেক এলাকায় ১০টি ফিডার বক্সকে রঙিন করা হয়েছে। আরও কিছু জায়গাকে চিহ্নিত করার কাজ চলছে। একদিন হয়তো গোটা শহরটা ভরে উঠবে প্রিয় ছবির পোস্টারে। রাস্তায় ভিড় জমাবেন তরুন-তরুনী। কিংবা এক প্রৌঢ়-যুগল হাঁটতে হাঁটতে তর্ক জমাবেন উত্তম নাকি সৌমিত্র? আবহে চলবে প্রিয় কোনো গান।