বাংলা থিয়েটারে এবার ‘প্রেমিক’ চারু মজুমদার

নকশাল আন্দোলনের প্রবাদপ্রতীম নেতা চারু মজুমদারের কথা আমরা কম-বেশি সকলেই জানি। এই লড়াকু রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে লুকিয়ে ছিল এক প্রেমিক সত্ত্বা। সেই গল্পই উঠে আসছে মঞ্চে।
আরও পড়ুন: ফ্যাশন দুনিয়ায় রঙিন ধুতি আনেন শর্বরী দত্ত
চারু মজুমদারের জীবনের জানা-অজানা কথা নিয়ে নাটক লিখছেন চন্দন সেন। নাম দিয়েছেন ‘চারু-লীলা-দ্রোহকাল’। আন্দোলনের সহযোদ্ধা লীলা সেনগুপ্তের সঙ্গে কীভাবে চারু মজুমদার গভীর প্রেমের সম্পর্কে আবদ্ধ হলেন, বেছে নিলেন জীবনসঙ্গিনী হিসেবে, তাঁদের ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন নাটকে ফুটে উঠবে। ইতিমধ্যেই ‘বালজাকের প্রেমিকা’, ‘দুই হুজুরের গপ্পো’, ‘জ্ঞানবৃক্ষের ফল’-এর মতো নাটক লিখে নাট্যপ্রেমীদের মন জয় করে নিয়েছেন চন্দন সেন।
করোনা মহামারির প্রকোপ কাটলেই ‘চারু-লীলা-দ্রোহকাল’ মঞ্চস্থ করার পরিকল্পনা নিয়েছেন ‘প্রাচ্য’ দলের কর্ণধার বিপ্লব বন্দ্যোপাধ্যায়। তিনি এবং নাট্যকার দু’জনেই চারু মজুমদার চরিত্রের জন্য বেছে রেখেছেন দেবশঙ্কর হালদারকে। শুরু থেকেই এই নাটকের সঙ্গে জড়িত দেবশঙ্কর। লীলার ভূমিকায় বিপ্লব চাইছেন তানিয়া মাইতিকে। আশা করা যাচ্ছে, এই বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দর্শকরা মঞ্চে চারু মজুমদারকে দেখতে পাবেন।