No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বাংলা রঙ্গমঞ্চে আবার ফিরছেন চপলরানি

    বাংলা রঙ্গমঞ্চে আবার ফিরছেন চপলরানি

    Story image

    চপল কুমার ভাদুড়ি বাংলা রঙ্গমঞ্চের একজন দূরন্ত অশ্বারোহী। একসময় একচেটিয়া সাম্রাজ্য ছিল তাঁর এবং বলা হয় তিনিই ছিলেন সেইসময়কার ‘হায়েস্ট পেড অ্যাক্টর’। স্ত্রী চরিত্রে অভিনয় করার পর পেশাদার যাত্রাজগতে তিনি হয়ে উঠলেন বাংলার চপলরানি। এখন তাঁর বয়স ৮১ বছর। বিংশ শতকের লোকনাট্যাভিনয়ে মহিলা চরিত্রে অভিনয়ের জন্য সর্বপ্রথম উল্লেখ করতে হয় বিনোদচন্দ্র চক্রবর্তীর নাম। বলা হয় তিনিই প্রথম অভিনয়ের জন্য রানি উপাধিতে ভূষিত হন। বিনোদরানির পর এই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে চলেন নিতাইচন্দ্র গঙ্গোপাধ্যায় বা নিতাইরানি, রাখালচন্দ্র দাস বা রাখালরানি প্রমুখ। পরবর্তীকালে শ্যামাপদ রায় বা ছবিরানি, প্রকৃতিশ ভট্টাচার্য বা বাবলিরানি, শম্ভু নায়েক বা পুতুলরানি, সুনীলচন্দ্র রায় বা শতদলরানি, হরিগোপাল দাস বা হরিগোপালরানি সেই ধারাই বহন করে চলেছেন। আর এই ধারারই সর্বশেষ নাম চপলরানি বা চপল কুমার ভাদুড়ি।

    রঙ্গমঞ্চের বিশিষ্ট অভিনেত্রী প্রভাদেবী এবং তারাকুমার ভাদুড়ির পুত্র চপলকুমার ভাদুড়ির জ্যাঠামশাই নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ি এবং তাঁর ছোড়দি কেতকী দত্ত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী। যাত্রা জগতে রানির মতোই বিচরণ ছিল চপলের। মাত্র সাত বছর বয়সে শ্রীরঙ্গম থিয়েটারে দেবনারায়ণ গুপ্তের পরিচালনায় ‘বিন্দুর ছেলে’ নাটকে অমূল্য চরিত্রে মঞ্চে প্রথম পদার্পণ করেন তিনি। বাড়িতেই নাট্যশিক্ষার শুরু মা প্রভাদেবীর কাছে। প্রথমে মা-কে অনুকরণ করতে থাকেন। মায়ের গলা, চালচলন, পোশাক সবকিছুই চপলকে ভীষণভাবে আকৃষ্ট করে। নট্ট কোম্পানিতে রাজা দেবীদাস পালায় অঞ্জনা চরিত্রের মধ্যে দিয়ে শুরু হয় মেয়ে চরিত্রে অভিনয়। তারপর এক এক করে ময়ূর সিংহাসন, চাঁদবিবি, দেবী কৈকেয়ী, সুলতানা রিজিয়া প্রভৃতি পালায় অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন। শুধুমাত্র যাত্রাপালাতেই নয়, অভিনয় করেছেন সমসাময়িক গ্রুপ থিয়েটারগুলিতেও। থিয়েটারলাভার্স নাট্যদলের ‘খোলা জানালা বন্ধ চোখ’, আভাষ-এ শেখর সমাদ্দার নির্দেশিত ‘সুন্দরবিবির পালা’, নান্দীপট-এ প্রকাশ ভট্টাচার্য নির্দেশিত ‘রমণীমোহন’, দমদম শব্দমুগ্ধ-এর রাকেশ ঘোষ নির্দেশিত ‘রাজকুলগাথা’ নাটকে অভিনয় করেছেন চপলরানি।

    রাকেশ ঘোষের সাম্প্রতিকতম প্রযোজনাতে আবার ফিরছেন তিনি। রাকেশ ঘোষ বলছেন, “রঙ্গমঞ্চে উপল ভাদুড়ি, জীবন মঞ্চে চপল ভাদুড়ি। মিশে যায় বাস্তব ও পরাবাস্তব।” ২৮ ফেব্রুয়ারি নৈহাটির ঐকতান মঞ্চে ‘উপল ভাদুড়ি’র প্রথম অভিনয় মঞ্চস্থ হবে। তারপর ২ মার্চ কলকাতার তপন থিয়েটারে। প্রধান চরিত্রে অভিনয় করবেন চপল ভাদুড়ি এবং রঞ্জন বসু। প্রযোজনায় দমদম শব্দমুগ্ধ নাট্যকেন্দ্র। 

    তথ্যসূত্র- ডেলিহান্ট 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @