No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    সিনেমার ইতিহাস বুকে চলমান তিলোত্তমা 

    সিনেমার ইতিহাস বুকে চলমান তিলোত্তমা 

    Story image

    কলকাতা এখন যেন চলতা ফিরতা সিনেমার ক্যাটালগ। রাস্তায় চলতে চলতেই আপনি জেনে নিতে পারবেন হিন্দি-বাংলা স্বর্ণযুগের সিনেমার নামও। এর সঙ্গে খোঁজ পেয়ে যাবেন কোথায় কোন রাস্তায় থাকতেন সেই স্বর্ণযুগের অভিনেতা-পরিচালকেরা। কলকাতাকে এমন অভিনব সিনেমার সিনেচিত্রে সাজাতে উদ্যোগ নিয়েছে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন।

    রাস্তার মোড়ে গাছের নীচে বসানো হয় সিএসসির ফিডার বক্স। কলকাতায় প্রায় সব জায়গায় এই সব ফিডার বক্সের প্রায় একই রূপ দেখা যায়। পানের পিক, নোংরা আবর্জনার স্তূপ এবং বিভিন্ন পোস্টার ছেয়ে থাকে এই সব বক্সগুলিকে। এবার শহরের সৌন্দর্যায়ন ও এই বক্সগুলিকে নতুন রূপ দিতে উদ্যোগ নিল সিএসসি। শুরু হল দক্ষিণ কলকাতার লেক শিবতালা এলাকা থেকে। এখানে বসবাস করতেন সত্যজিৎ রায়, তাই তাঁর নির্মিত বিখ্যাত সিনেমার পোস্টার যেমন চারুলতা, অরণ্যের দিন-রাত্রি, জয় বাবা ফেলুনাথ এর মত স্মরণীয় ছবির পোস্টার। তার সঙ্গে থাকছে ছোটদের জন্য ছোটা ভীম, ছুটকি, রাজু, যজ্ঞু, কালীর ছবিও। সিএসসির এই উদ্যোগে সহায়তা করছে ‘মুডের প্যাথেরিয়া’।

    সিএসসির তরফে জানানো হয়েছে যে, এই উদ্যোগ শুরু হয়েছে পুজোর সময় থেকে। ইতিমধ্যে লেক এলাকায় ১০টি ফিডার বক্সকে রঙিন করা হয়েছে। আর কিছু জায়গাকে চিহ্নিত করার কাজ চলছে।

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @