তামা, ব্রোঞ্জ, পুরোনো, অকেজোরা নতুন ভাষা পেল শিল্পী পরেশ মাইতির ‘কাস্ট’-এ

তামা, ব্রোঞ্জ, মাটি, কাঠ, লোহা, ব্রাস, ভাস্কর্যের জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করে থাকেন শিল্পীরা। কিন্তু, রয়্যাল এনফিল্ড বাইকের ভাঙাচোরা অংশ অথবা পুরোনো পাখার ব্লেড – ওয়েস্ট মেটিরিয়াল দিয়ে কীভাবে কাজ করা যায়? অনেক বছর ধরেই এই ভাবনা লালন করছিলেন নিজের ভিতর। অবশেষে সেই ভাবনাকেই রূপ দিলেন শিল্পী পরেশ মাইতি, তাঁর একক প্রদর্শনী ‘কাস্ট’-এ। বিড়লা একাডেমী অফ আর্ট অ্যান্ড কালচার এবং গ্যালারি আর্ট এক্সপোজার নিবেদন করছে এই প্রদর্শনীটি। বিড়লা একাডেমী অফ আর্ট অ্যান্ড কালচার বিল্ডিং-এর পার্শ্ববর্তী খোলা প্রাঙ্গনে প্রদর্শনীটি চলছে। শুরু হয়েছে ১৩ নভেম্বর, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
আরও পড়ুন: শনিবারের কড়চা ১৫ : শতবর্ষের আলোয় সোমনাথ হোর
হানি বী, মিডিয়াম- উড অ্যান্ড মেটাল
ওয়েস্ট মেটিরিয়াল কাজে লাগিয়ে পরেশ মাইতি বানিয়েছেন ‘হানি বী’ – একান্নটি গঙ্গাফড়িংয়ের ইনস্টলেশন। একশো দু’টি রয়্যাল এনফিল্ড বাইককে ডিসম্যান্টল করে এর বডি তৈরি হয়েছে। পুরোনো পাখার ব্লেড দিয়ে ডানা বানানো হয়েছে। বিরাট চেহারা, এক একটা পাঁচ ফুটের কাছাকাছি। এছাড়া মাতৃশক্তি বোঝাতে তিনি বানিয়েছেন ‘ভিগোর’।
বাঁদিকে ‘সঙ্গম’, ডাকদিকে ‘ভিগোর’, মিডিয়াম- ব্রোঞ্জ
এই প্রদর্শনীর সবকটি ভাস্কর্যই কাস্টিং করা। ভারতীয়দের জীবনে একটা বড় অংশ জুড়ে আছে মশলা এবং মশলাদার খাবার। বোঝাই মশলা টেম্পো শিল্পীর মনে দাগ রেখে যায় এবং তারই প্রতিফলন ধরা পড়েছে শিল্পীর ইনস্টলেশন ‘দ্য স্পাইস রুট’-এ। এর জন্য একটা অরিজিন্যাল টেম্পো ভাড়া করে সেখান থেকে মোল্ড নিয়ে তার পর কাস্টিং করেন তিনি।
দ্য স্পাইস রুট, মিডিয়াম- ব্রাস
স্কাল্পচারের মধ্যে বাঁদরলাঠি গাছ বা ‘গোল্ডেন সাওয়ার’ ইনস্টলেশনটি নিয়ে একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে শিল্পী বলেছেন, ‘এই গাছটি সব সময়ে আমার মধ্যে একটা অনুভূতি তৈরি করত। গরমকালে এই গাছের সমস্ত পাতা ঝরে যায়, তখন দেখলে মনে হয় যেন গাছটি মৃত। আবার সময়ের সঙ্গে সঙ্গে পাতায় ভরে যায়। প্রকৃতির যে কী অদ্ভুত রূপ! এই সমস্ত কিছুই আমার অনুপ্রেরণা ছিল এই স্কাল্পচারটি বানানোর ক্ষেত্রে। সব ক’টি স্কাল্পচার একে অপরের থেকে আলাদা, আবার কোথাও একটা মিল রয়েছে।’
গোল্ডেন সাওয়ার, মিডিয়াম- ব্রাস
প্রসঙ্গত, শিষ্ট চিত্রশিল্পী পরেশ মাইতি-কে ২০১৪ সালে, ভারত সরকার চতুর্থ-সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’ প্রদান করে। পরেশ মাইতি তাঁর কর্মজীবনে ৮০ টিরও বেশি একক প্রদর্শনী করেছেন। শুরু থেকেই জল রঙ-কে প্রাধান্য দিয়েছেন। ধীরে ধীরে অ্যাবস্ট্রাক্ট, ভাস্কর্য এবং ইনস্টলেশের দুনিয়ায় নিজের সাক্ষর রেখেছেন। ব্রিটিশ মিউজিয়াম, ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট, নিউ দিল্লি সহ বেশ কয়েকটি সংগ্রহশালার সংগ্রহে রয়েছে তাঁর বেশ কিছু কাজ।
ছবি ঋণ- birlaart.com