No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    প্রাণনাথ দাস : কোচবিহারের বেতের হস্তশিল্পকে বিশ্বজনীন করেছেন যিনি

    প্রাণনাথ দাস : কোচবিহারের বেতের হস্তশিল্পকে বিশ্বজনীন করেছেন যিনি

    কথা অস্বীকার করার উপার নেই, পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলার জন্যই আজ নগরজীবনের সঙ্গে মিলেমিশে গেছে লোকজীবন। বিচ্ছিন্ন হয়েও আমাদের যাপনের সঙ্গে আবার সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে প্রকৃতি ও মানুষের, কারিগর ও ক্রেতার। হস্তশিল্প মেলার জন্যই বোধহয় আজ শহুরে কচিকাঁচাদের মনোরঞ্জন করছে তালপাতার সেপাই-ভেঁপু, সুসজ্জিত ড্রয়িং রুমের মূল্যবান শো-পিস বা আসবাবের সঙ্গে সহাবস্থান করছে বাংলার ঐতিহ্যবাহী স্বল্পমূল্যের শোলার তৈরি বাহারি ফুল, বর্ধমানের ডোকরা, নদিয়ার মাটির পুতুল, পূর্ব মেদিনীপুরের পটচিত্র, পুরুলিয়ার ছৌ শিল্প, নতুনগ্রামের কাঠের পুতুল-আসবাব, বীরভূমের গ্রামের মহিলা শিল্পীদের বানানো পাটের পুতুল, জঙ্গলমহলের বাহামনি, টুসু, টগরদের বানানো বাঁশ, ঘাস, কাঠ-সহ বিভিন্ন উপকরণ, ঝাড়গ্রামের কাটুমকুটুম, সাবাই ঘাসের সামগ্রী, বিষ্ণুপুর-বাঁকুড়ার পোড়ামাটি, উত্তর চব্বিশ পরগনার শিং দিয়ে বানানো দৈনন্দিন ব্যবহারের সামগ্রী কিংবা কোচবিহারের অসাধারণ কারুকাজের বেতের আসবাব।

     

    কোচবিহার জেলার হস্তশিল্প বললেই প্রাথমিকভাবে আমাদের মনে পড়ে শীতলপাটি-র কথা। কিন্তু, এই জেলার বেতের শিল্পকর্মও যে কোনও অংশে কম নয়, তা ভুলতে দেন না প্রাণনাথবাবু।

    কোচবিহার জেলার হস্তশিল্প বললেই প্রাথমিকভাবে আমাদের মনে পড়ে শীতলপাটি-র কথা। কিন্তু, এই জেলার বেতের শিল্পকর্মও যে কোনও অংশে কম নয়, তা ভুলতে দেন না প্রাণনাথ দাস। হস্তশিল্প মেলায় কোচবিহার জেলা-স্টলটিতে গেলে দেখা যাবে, কখনও তিনি কাজে মগ্ন, কখনও বিশ্রামরত। বেতের সূক্ষ্ম বুননে, তাঁর দক্ষ হাতের মুনশিয়ানা শিল্প-জহুরিদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য! তা সে বেতের মোড়া হোক বা অন্য কোনও সামগ্রী। জেলা ও রাজ্য স্তরে একাধিকবার পুরস্কারজয়ী হস্তশিল্পী প্রাণনাথ দাস বংশ পরম্পরায় বেতের কাজ করে চলেছেন। কোচবিহারের প্রবীণ এই বেতের (বেতের হস্তশিল্প) কারিগর নিজেই বিস্তারিত জানাচ্ছেন তাঁর ধারাবাহিক কর্মপদ্ধতির কথা।

    _______ 
    চিত্রগ্রহণ ও সম্পাদনা: সুমন সাধু | প্রতিবেদন: মৌনী মণ্ডল

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @