No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    আরও একবার দেশের সেরার মর্যাদা পেল কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়

    আরও একবার দেশের সেরার মর্যাদা পেল কলকাতা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়

    Story image

    ফের উচ্চশিক্ষায় সারা ভারতের মধ্যে সেরার শিরোপা অর্জন করল বাংলা। সমস্ত দেশজুড়ে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরার তকমা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে দ্বিতীয় স্থানে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমীক্ষক সংস্থা কিউএস-এর ২০২০ সালের র্যাং কিং প্রকাশিত হয়েছে। তাতেই উঠে এসেছে এই তথ্য।

    মঙ্গলবার টুইট করে মুখ্যমন্ত্রী রাজ্যের সাফল্যে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। এই দুই বিশ্ববিদ্যালয়কে অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। কিউএস র‍্যাংকিং অনুযায়ী দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ১১ নম্বরে আছে কলকাতা এবং ১২-তে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আগে রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলি। রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সেরা তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ই।

    কেন্দ্রীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইটিগুলিই শ্রেষ্ঠত্বের দাবিদার। তালিকার শীর্ষস্থানে আছে আইআইটি বম্বে। খড়গপুর আইআইটি রয়েছে পঞ্চম স্থানে। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @