এই বই-দোকানে এক কেজি বইয়ের দাম মাত্র ২০০ টাকা

আপনি বই পড়তে ভালোবাসেন? কলেজস্ট্রিটের ভিড়ে যেতে আর ইচ্ছে করে না? চিন্তা করবেন না। কলকাতা শহরের বুকে বেশ কয়েকবছর ধরে হইহই করে চলছে ‘বুকটুক’। এখন আন্তর্জালিক ব্যবস্থা শক্তিশালী হওয়ায় ভীষণরকমভাবে পিডিএফ-এর প্রতি আগ্রহ বাড়ছে। পাঠকরা রাস্তাঘাটে, যানবাহনে যাতায়াতের পথে মোবাইলেই পড়ে ফেলছেন প্রিয় উপন্যাসের বইটি। তবে এখনও কিছু পাঠক রয়েছেন, যাঁরা অনলাইন থেকে বই অর্ডার দেন না, কিংবা পিডিএফ-এ বই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাঁদের কাছে গুরুত্বপূর্ণ বইয়ের পাতা ওল্টানো, পাতার ভাঁজে বুকমার্ক দিয়ে রাখা, প্রচ্ছদটিকে বারবার দেখা। তাঁরা খুঁজে বেড়ান নতুন নতুন বইয়ের দোকান, যেখানে নতুন পুরোনো বইয়ের স্টক। এমনই একটি দোকানের সন্ধান পাওয়া গেল খোদ কলকাতায়।
ইএম বাইপাস সংলগ্ন কালিকাপুরে ‘বুকটুক’ নামের বই দোকান। যেখানে এক অভিনব পদ্ধতিতে বই বিক্রি করা হয়। এই বইয়ের দোকানে এক কিলোগ্রাম বইয়ের দাম মাত্র ২০০ টাকা। সে আপনি যত বই-ই কিনুন, টাকা দিতে হবে কিলো দরে। এমনই অভিনব পদ্ধতি বের করেছে ওই বইয়ের দোকান। কেজি দরে বই বিক্রির চল বিদেশে থাকলেও, পশ্চিমবঙ্গের বুকে তা অভিনব। বেশ কিছু বছর ধরে ‘বুকটুক’ এই পদ্ধতিতে বই বিক্রি করে শহরে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এইভাবে রোজগারও করছেন বই-দোকানের মালিকেরা। তাঁরা স্থানীয় দোকান এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে বই কেনেন। কেজি দরে বিক্রি করায় লাভও হয় বেশ। বইয়ের দাম যতই হোক, আপনাকে কেজির হিসেবেই টাকা দিতে হবে। বইপ্রেমী মানুষেরা একবার ঢুঁ মেরে আসুন এই অভিনব বই-দোকানে। এখানে আপনি পাবেন ফিকশন, নন-ফিকশন, শিল্প, স্থাপত্য, এনসাইক্লোপিডিয়া, শিশু সাহিত্য, ভ্রমণ, অভিধানের নানারকম বই। আর ভাববেন না, টুক করে চলে যান। পছন্দের বই নেড়েচেড়ে দেখে আসুন। প্রয়োজনে কথা বলুন তাদের ফেসবুক পেজে (BookTuk)।
কলকাতা আমাদের অনেক কিছু দিয়েছে। ‘সিটি অফ জয়’-এর উল্লাসের ছোঁয়া বইয়ের মধ্যেও। কলেজস্ট্রিটে এতদিন কেজি দরে খাতা পাওয়া যেত। এখন কেজি দরে বই। সারাবছরের বই-দোকান। হাতের এক্কেবারে নাগালে। বই-দোকানটির মতে এটিই কলকাতার প্রথম বই-দোকান, যারা কেজি দরে বই বিক্রি করছেন। এক কেজির বই মাত্র ২০০ টাকা। এই সুবর্ণ-সুযোগ হাতছাড়া করা যায় নাকি?
ছবি- বুকটুক-এর ফেসবুক থেকে সংগৃহীত