No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    প্রাণে বাঁচতে বোরখা পরে ট্রেনে মুসলিম পুরুষ

    প্রাণে বাঁচতে বোরখা পরে ট্রেনে মুসলিম পুরুষ

    Story image

    প্রাণের ভয়ে বোরখা পরে ট্রেনে যাতায়াত করছেন এক পুরুষ। দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণের ধারাবাহিকতা থেকে ছড়ানো আতঙ্কের জেরেই এই ঘটনা। আলিগড়ে জিআরপি-র জিজ্ঞাসাবাদেই উঠে এল এই তথ্য। সন্দেহজনক গতিবিধি দেখে এক বোরখা পরিহিতকে আটক করা হয়েছিল। জানা গেল বোরখার আড়ালে কোনও মহিলা নন, পুরুষ। ৪২ বছরের নাজমুল হাসান আলিগড়ের কাশিমপুর পাওয়ার স্টেশনের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার।

    কিন্তু কেন তিনি বোরখার আড়ালকে বেছে নিয়েছেন ট্রেন সফরে? এ প্রশ্নের উত্তরে জানা গেল, কিছুদিন আগেই মুসলিম পরিচয়ের জন্য ট্রেনে হেনস্থা হতে হয়েছে নাজমুলকে। তাছাড়া তাঁকে তাড়া করে ফিরছে জুনেইদ খুনের আতঙ্ক। তাই প্রাণে বাঁচতেই বোরখা পরতে ‘বাধ্য হয়েছেন তিনি।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @