No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ২০০ বছরের পুরোনো বুড়িকালীর মেলা শুরু হল আজ

    ২০০ বছরের পুরোনো বুড়িকালীর মেলা শুরু হল আজ

    Story image

    দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে বুড়িকালীর পুজো শুরু হয়েছিল পাল আমলে খনন করা গড়দীঘির তীরে ফুলতলায়। এখন সেখানে মেলা ও পুজো উপলক্ষে হাজার হাজার মানুষের আগমন ঘটে।

    প্রায় ২০০ বছর আগে বিজয় সরকারের পূর্বপুরুষরা এখানে পুজোর সূত্রপাত করেছিলেন। এখনও রাস পূর্ণিমাকে কেন্দ্র করে পুজো ও মেলা আয়োজিত হয় বৈরাধ্যা গ্রামে। প্রথম দিকে ঘট দিয়ে পুজোর সূচনা হবে। পরে নির্মিত হয় দেবীর মন্দির। তবে এখানে কালীর কোনো বিগ্রহ নেই, তার বদলে আছে কাঠের তৈরি বুড়োবুড়ির মুখোশ। বুড়োবুড়ির সঙ্গে এখানে দুর্গা, শ্যামাকালী, বাসন্তী এবং বিষহরীরও পুজো হয়। স্থানীয় লোকের বিশ্বাস, বুড়োবুড়ি সাক্ষাৎ দেবী চণ্ডী। কাঠের মুখোশকে পুজোর পাশাপাশি মন্দির সাজাতে শোলার মুখোশ ব্যবহৃত হয়।

    আজ থেকে ৩ দিন ধরে চলবে মেলা। পণ্য বিক্রি করতে ব্যবসায়ীরা চলে এসেছেন ইতিমধ্যেই। মেলার বিশেষ আকর্ষণ মুখোশ নাচ এবং মঙ্গলচণ্ডীর পালাগান। বিভিন্ন সম্প্রদায়ের এই মেলায় যোগ দেন। ফলে, এই মেলাকে ঘিরে এক সম্প্রীতির আবহ তৈরি হয় বৈরাধ্যা গ্রামে। 

    ছবি- প্রতীকী
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @