No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    টেবিল কিংবা দেওয়াল জুড়ে ‘থিম ক্যালেন্ডার’-এ জমজমাট নতুন বছর

    টেবিল কিংবা দেওয়াল জুড়ে ‘থিম ক্যালেন্ডার’-এ জমজমাট নতুন বছর

    Story image
    বিগত কয়েক বছরে কিছু মানুষের মিলিত বা ব্যক্তিগত প্রয়াসে ক্যালেন্ডার-ভাবনায় বাংলার অভিনব অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং যা নতুন প্রজন্মের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠছে। তাই ক্রমশ বাড়ছে ‘থিম ক্যালেন্ডার’-এর চাহিদা। কোথাও উঠে এসছে বাংলার লড়াকু মেয়েদের কথা, কোথাও আবার পেটে খিল ধরানো বাংলা কমিকস।

    তিমধ্যেই ইংরেজি নতুন বছরে পা রেখেছি আমরা, বাংলা নববর্ষও এল বলে। অভ্যেসবশত বাবানের বাবা পুরোনো ক্যালেন্ডার ফেলে নতুন ক্যালেন্ডারটা দেওয়ালে ঝোলাতে যাচ্ছিলেন এমন সময় পাশ থেকে বাবানঃ “এখন আর ক্যালেন্ডারের যুগ নেই। ওসব এখন ‘ওল্ড’... মোবাইলেই তো দেখে নেওয়া যায়।” বাবানের বাবা আটঘাট বেঁধেই পথে নেমেছিলেন, ক্যালেন্ডারটা দেওয়ালে ঝোলাতে ঝোলাতেই ছেলেকে বললেন, “কিন্তু মোবাইল-ক্যালেন্ডার কি তোকে রাপ্পা রায় বা নন্টে-ফন্টের এত সুন্দর কমিকস জানা বা পড়ার সুযোগ করে দিতে পারবে? এতটা ভার্চুয়াল হয়ে উঠো না যে শৈল্পিক অনুভূতিকে হারিয়ে ফেলবে!” ব্যাস! বাবানের মুখ থেকে আর কথা সরে না।

    গল্পটা ‘গল্প হলেও সত্যি’। আজ অস্বীকার করার উপায় নেই যে, ভার্চুয়াল জীবনের সঙ্গে অভ্যস্ত হতে গিয়ে বেশ কিছু জিনিস, সংস্কৃতি আমরা হারিয়ে ফেলেছি। ক্যালেন্ডার নিয়ে দুই প্রজন্মের মধ্যে এই মতবিরোধ কমবেশি প্রতিটি বাড়িতেই দেখা যায়। কিন্তু বিগত কয়েক বছরে কিছু মানুষের মিলিত বা ব্যক্তিগত প্রয়াসে ক্যালেন্ডার-ভাবনায় বাংলার অভিনব অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং যা নতুন প্রজন্মের কাছেও গ্রহণযোগ্য হয়ে উঠছে। তাই ক্রমশ বাড়ছে ‘থিম ক্যালেন্ডার’-এর চাহিদা। কোথাও উঠে এসছে বাংলার মেয়েদের কথা, কোথাও আবার পেটে খিল ধরানো বাংলা কমিকস।  

    গত বছরই এরকম একটি উদ্যোগ নিতে দেখা গিয়েছিল অগ্নিভ চক্রবর্তীকে। তাঁর পরিকল্পনায় তৈরি হয়েছিল ‘পদ্মশ্রী নারায়ণ দেবনাথ ক্যালেন্ডার ২০২২’। তাতে ছিল নন্টে-ফন্টে, বাঁটুলরা। এবছরও কমিকস-ক্যালেন্ডারে মন দিয়েছেন তিনি। এবার ‘রাপ্পা রায়’। ছোট্ট, সুন্দর, প্রায় বইয়ের আকারের অভিনব সাইজের এই ক্যালেন্ডারটি রাপ্পা’র অ্যাডভেঞ্চারে সম্মুখীন হওয়া মজার ও কুখ্যাত ভিলেনদের গল্প বলে। রাপ্পা’র গল্পের প্রকাশকাল ও স্রষ্টা শিল্পী সুযোগ বন্দ্যোপাধ্যায়ের ২টি অরিজিনাল আর্টওয়ার্কে সুসজ্জিত লিমিটেড এডিশন এই দেওয়াল ক্যালেন্ডারটি বছর ফুরোলেও রাপ্পা প্রেমীদের জন্য সংগ্রহে রাখার মতো। “অদ্ভুত সুন্দর কিছু সংলাপ, হাস্যরসে ভরপুর কিছু পরিস্থিতি, একাধিক মজার চরিত্র... এই সব নিয়েই সেজে ওঠে প্রতিটি রাপ্পা কমিক্স। আর সঙ্গে উদ্ভট এবং একই সঙ্গে মজার কিছু ভিলেনদের নাম তো রয়েছেই। সেই তালিকায় উল্লেখ্য ’আঁচিল টাকলু’, ‘নাটবল্টু’ ইত্যাদি। তাছাড়া রাপ্পা’র বাবা ও ওঁর বন্ধু টনির মধ্যের মজার সংলাপ ছাড়া এই রাপ্পা কমিক্স অসম্পূর্ণ। মোট কথা গোমরা মুখে পড়া যায় না এই কমিক্স। আর তাই হয়তো আট থেকে আশি সকলের ভীষণ কাছের এবং ভালোবাসার এই দমফাটা হাসির কমিক্স সিরিজ় ও তার সব চরিত্রগুলো। এই ক্যালেন্ডারটা তৈরি করার আগে আরেকবার করে গল্প গুলো পড়তে গিয়ে খুব হেসেছি। এই প্রথমবার রাপ্পা’র গল্পের কুখ্যাত ভিলেনরা একসঙ্গে ধরা পড়েছে বারো মাস জুড়ে ‘Rivals of Rappa Ray’ 2023 নিউ ইয়ার ক্যালেন্ডারের পাতায়!” বঙ্গদর্শন-কে বলেন অগ্নিভ।

    এই দেওয়াল ক্যালেন্ডারটি পাওয়া যাচ্ছে দক্ষিণ কলকাতার রিড বেঙ্গলি বুকস বুকস্টোরে ও কলেজ স্ট্রিটে (ফোন/হোয়াটস্যাপঃ 7044036476)। পাওয়া যাচ্ছে অনলাইনেও।   

    এই বছর পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনও (West Bengal State Women’s Commission) একটি ক্যালেন্ডার প্রকাশ করেছে। এই ক্যালেন্ডারের প্রতিটি পাতায় রয়েছে রেণু খাতুন, মৌসুমী মজুমদার, বনশ্রী হাজরা মোল্লা, দীপান্বিতা পাল -এঁদের মতো হার না মানা মেয়েদের আখ্যান। তাঁদের কেউ  শিক্ষক কেউ নির্যাতিতা কেউ কেউ উচ্চ পদস্থ আমলা, নার্স, সমাজসেবী। কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের কথায়, “এই কাজের মাধ্যমে কিছু ব্যতিক্রমী মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে আমরা আপ্লুত। তাঁদের কাজের স্বীকৃতি হিসেবে, অন্য মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে, তা আরও বেশি করে তুলে ধরারই একটা প্রয়াস এটা।”

    ইন্দ্রজাল কমিকসের কথা মনে আছে? ইন্দ্রজাল কমিকস ফেসবুক ফ্যান পেজ-এর তরফে প্রকাশিত হয়েছে শৈশব উস্কে দেওয়া একটি ক্যালেন্ডার। অরণ্যদেব, টিনটিন, অ্যাসটেরিক্স-ওবেলিক্স, চাচা চৌধুরী, ব্যাটম্যান সকলেই উপস্থিত সেখানে। Indrajal Comics Fans Club-এ যোগাযোগ করলেই মিলবে এই কমিক-ক্যালেন্ডার।

    এছাড়াও ক্যালেন্ডার নিয়ে বেশ অন্যরকম একটি কাজ করেছেন টলিউড ইন্ডাস্ট্রির পরিচিত দম্পতি পারমিতা মুন্সী এবং সুদীপ ভট্টাচার্য। দুজনেই পোষ্যপ্রেমী। আগের বছরই তাঁরা হারিয়েছেন তাঁদের প্রিয় পোষ্য নিউটন ভট্টাচার্যকে। নতুন বছরে অভিনব এক ক্যালেন্ডার প্রকাশ্যে এনেছেন ভট্টাচার্য দম্পতি। এই ক্যালেন্ডারের মধ্যে দিয়ে তাঁরা যেমন তাঁদের প্রিয় স্মৃতি ধরে রাখতে চাইলেন, তেমনই পোষ্যদের প্রতি সহানুভূতিশীল হওয়ার বার্তাও দিলেন। শিল্পী, আমলা, কবি, গায়ক, প্রযোজক, অভিনেতা – বাংলার বহু জনপ্রিয় ও কৃতি ব্যক্তিত্ব তাঁদের নিজেদের পোষ্যদের সঙ্গে ফটোশুট করেছেন এই ক্যালেন্ডারটি জন্য।      

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @