বোরোলির বিলোপ রুখতে পুকুরেই মাছ চাষ

হারিয়ে যাচ্ছে বোরোলি, মনোসেক্স তেলাপিয়া, আমুর মাছ। কারণ গ্লোবালওয়ার্মিং, নদী দূষণ ও নদীর জল শুকিয়ে যাওয়া। ফলে উত্তরবঙ্গে দেখা দিচ্ছে মাছের অভাব। এই অভার দূর করার জন্য পুকুরেই মাছ চাষের পরিকল্পনা শুরু করছে রাজ্যের মৎস্য দপ্তর। শিলিগুড়িতে দপ্তরের ডেপুটি ডিরেক্টর উত্তমকুমার পাঁজা জানান, ৫০ হেক্টর এলাকা ধরে করা হবে বোরোলি মাছের চাষ। ইতিমধ্যে মৎস্য দপ্তরের উদ্যোগে মিরিক মহকুমার পাহাড়ি ঝর্ণাগুলিতে শুরু হয়েছে আমু মাছের চাষ। তাতে ভালো ফল পাওয়ায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও এই ধরণের চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে। জলপাইগুড়িতে মনোসেক্স তেলাপিয়া চাষে ভালো ফল পেয়েছে মৎস্য দপ্তর।

শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া ব্লকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে ভিয়েতনামের কই মাছের চাষ শুরু হয়েছে। এর বাইরে মৎস্য দপ্তর সূত্রে জানানো হয়েছে, বড় মাছের চাহিদা মেটাতে কোচবিহারে রুই ও কাতলার বিশেষ চাষ হয়েছে। তাতে দুই তিন কিলোর ওপর রুই- কাতলা উৎপাদিত হয়েছে।