বাঙালিয়ানার নতুন খোঁজ নিয়ে আসছে বঙ্গদর্শন পুজোসংখ্যা ১৪২৬

শুরু হয়ে গেল দেবীপক্ষ। মেঘাচ্ছন্ন আকাশকে বুড়ো আঙুল দেখিয়ে বাঙালি দেবীবরণের প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। পুজোর ক’টা দিনের জন্যই তো সবাই অপেক্ষা করে থাকে গোটা বছর। মহালয়ার দিন থেকেই মনটা হয়ে যায় উড়ু উড়ু। কাজকর্মে মন বসতে চায় না। ষষ্ঠীতে মায়ের বোধন। তারপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী – বাঙালির সবথেকে আনন্দময় চারটে দিন। দেবীর বিসর্জনের পর আবার শুরু হয় গোনা – আগামী বছরের পুজো আবার কতদিন পর আসবে।
পুজোর দিনগুলোতে বাংলার বিশাল পরিবারে বেঁধে বেঁধে থাকার সঙ্গী বঙ্গদর্শন পুজোসংখ্যা। এবারের পুজোসংখ্যা প্রকাশিত হবে মহাপঞ্চমীর দিন, ৩ অক্টোবর বৃহস্পতিবার। বাংলার ভূখণ্ড ছাড়িয়ে আমরা বৃহত্তর বাঙালিয়ানাকে ধরতে চেয়েছি এবার। মোহন সিং খাঙ্গুরা, থাঙ্কামণি কুট্টি, পৃথা সেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, দেবদত্ত গুপ্ত, শুভাশিষ মৈত্র এবং আরও অনেকের লেখায় সমৃদ্ধ এই নতুন পুজোসংখ্যা বঙ্গদর্শনের ওয়েবসাইট থেকেই সম্পূর্ণ বিনামূল্যে আপনি পড়ে নিতে পারবেন। আজ প্রকাশিত হল তার প্রচ্ছদ। প্রচ্ছদটি এঁকেছেন পার্থ দাশগুপ্ত।