Podcast : ফেলে দেওয়া কাপড় যখন সাজের নতুন সংজ্ঞা : সোহিনী গুপ্ত
সমাজের চোখে যা-কিছু অবাঞ্ছিত কিংবা যা ব্যবহার করে ফেলে দেওয়া হয়েছে ঘরের এক কোণে, এমনই সব ছোটো ছোটো পুনর্ব্যবহারযোগ্য সরঞ্জামকে নিজের হাতে নিজের দক্ষতায় সাজিয়ে তুলছেন শিল্পী-ডিজাইনার সোহিনী গুপ্ত। এক কথায় পুরোনো কাপড়ের পুনর্জন্ম।
আরও পড়ুন: ভাস্কর্যে পৃথিবীর মেয়েরা
সারা দুনিয়া জুড়েই এখন প্রাকৃতিক সম্পদ বাঁচানো নিয়ে নানা আন্দোলন চলছে৷ ফ্যাশন দুনিয়াতেও এসে পড়েছে তার আঁচ। এই নতুন ফ্যাশন স্টেটমেন্টের পোশাকি নাম আপসাইকেলড ফ্যাশন। অনেকে এই সচেতনতাকে গ্রিন ফ্যাশনও বলে থাকেন৷ পুরোনো পোশাক বা ফেলে দেওয়া সুতো থেকে যদি নতুন করে পোশাক ডিজাইন করে আরও কিছুদিন ব্যবহার করা যায়, তাহলে প্রাকৃতিক সম্পদ রক্ষা করার উপায় তৈরি হয়৷ সোহিনী প্রধানত পুনর্ব্যবহারযোগ্য ফ্যাব্রিক ও খুঁজে পাওয়া নানান জিনিস নিয়ে কাজ করেন। বর্তমানে তাঁর অনুশীলনের মধ্যে রয়েছে ব্যবহৃত কাপড়, কাগজ, স্ক্র্যাপ মেটাল, পরিধানযোগ্য শিল্প, টেক্সটাইল এবং নানান ইন্সটলেশন নির্মাণ। হারিয়ে যাওয়া, ফেলে দেওয়া, ভেঙে যাওয়া অথবা পুরোনো হয়ে যাওয়া পোশাক বা অপছন্দের নানান দৈনন্দিন জিনিস এখন সোহিনীর সাজের সংজ্ঞা। ‘তুচ্ছ’ আসলে যে তুচ্ছ নয়, তাকে বড়ো করে দেখা, যা আবার কিনা পরিবেশবান্ধব, সেই সন্ধানেই বারবার নিয়োজিত থেকেছেন সোহিনী।
এই সবকিছু নিয়েই বিশদে আলোচনা করলেন সোহিনী গুপ্ত। দুর্গাপুজোর আগে শিল্পীর তরফে একটা বড়ো বার্তা বঙ্গদর্শনের পডকাস্ট: “পুরোনো কাপড়ের পুনর্জন্ম”। আজ প্রথম পর্ব। বঙ্গদর্শনের পডকাস্ট প্রতি সোম, বুধ, শুক্র সন্ধে ৬টায় দেখা/শোনা যাচ্ছে ইউটিউব ও ফেসবুকে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ক্লিক করুন এখানে।