No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    পাঁচমুড়ার ঐতিহ্যময় বোঙা হাতি 

    পাঁচমুড়ার ঐতিহ্যময় বোঙা হাতি 

    Story image

    প্রাচীন কাল থেকেই চোখ ধাঁধানো পোড়ামাটির কাজ হয় বাংলায়। মন্দির-মসজিদের গায়ে টেরাকোটার সূক্ষ্ম অলংকরণ পর্যটকদের মুগ্ধ করে। পোড়ামাটি দিয়ে তৈরি হয় নানা ধরনের পুতুল। বাংলার লোকায়ত পুতুল শিল্প বেশ সমৃদ্ধ। তার বৈচিত্র্য জেলায় জেলায়। পোড়ামাটি শিল্পের জন্য বাঁকুড়া জেলার খ্যাতি সারা বিশ্বে। এখানেই পাওয়া যায় গোলগাল হাতির পুতুল। যা হয়ে উঠেছে বাংলার অন্যতম সাংস্কৃতিক আইকন। 

    বিষ্ণুপুর শহর থেকে ২০-২২ কিলোমিটার দূরের গ্রাম পাঁচমুড়া। পোড়ামাটির বোঙা ঘোড়া এবং বোঙা হাতির জন্য বিখ্যাত। এক সময়ে বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের রাজধানী। বিষ্ণুপুর শহর এবং তার আশেপাশের অঞ্চলকে তাই মল্লভূম নামে ডাকা হত। রাজাদের পৃষ্ঠপোষকতায় এখানে প্রচুর মন্দির গড়ে উঠেছিল। তাই বিষ্ণুপুর টেরাকোটা শিল্পের এক কেন্দ্রে পরিণত হয়। রাজাদের জাঁকজমক ছিল তাক লাগানো। হাতিশালে প্রচুর হাতি। ঘোড়াশালে অসংখ্য ঘোড়া। শুধু পরিবহনের জন্য নয়। পরাক্রম দেখানোর জন্য বটে। যে শাসকের হাতি-ঘোড়া বেশি, তাঁর প্রতিপত্তি টেক্কা দিত বাকিদের। 

    বিষ্ণুপুরে রাজকীয় হাতি-ঘোড়াদের সাজানো হত বহুমূল্য অলংকার দিয়ে। বোঙা হাতির গায়ে তাই গয়নার কারুকার্য দেখা যায়। অবশ্য টেরাকোটার হাতি বাংলায় প্রথম দিকে তৈরি করতেন হুগলির লোকশিল্পীরা। পরে বিষ্ণুপুরের কারিগরেরা তা শিখে নেন। শুঁড়ের দৃপ্ত ভঙ্গি, শরীরের কাঠামোয় আশ্চর্য সামঞ্জস্য, সব মিলিয়ে এক বিমূর্ততার ছোঁয়া বোঙা হাতিকে অনন্য করে তুলেছে।  

    মল্লভূমে সাঁওতাল উপজাতির বহু মানুষ বসবাস করেন। তাঁরা পোড়ামাটির কাজে খুবই দক্ষ। টেরাকোটার হাতি বানিয়ে সাঁওতালরা তাঁদের উপাস্য দেবতা সিং বোঙার কাছে উৎসর্গ করেন। সেখান থেকেই 'বোঙা হাতি' নামটা এসেছে।

    লোকে বলে, চাঁদ রায় নামের এক জমিদারের ছিল চিকিৎসা করে দুরারোগ্য অসুখ সারিয়ে তোলার আশ্চর্য ক্ষমতা। প্রচুর মানুষকে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। গ্রামবাসীরা ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাঁকে টেরাকোটার পশুমূর্তি উপহার দেন। 

    শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে আজও বোঙা হাতি তৈরি করে চলেছেন বাঁকুড়ার হস্তশিল্পীরা।পোড়ামাটির হাতি আজ দেশ-বিদেশে খ্যাতি লাভ করছে। সংগ্রহ করছেন বিশ্বের নানা প্রান্তের শিল্পপ্রেমীরা।

    বাংলার এই প্রাচীন শিল্পকর্ম নিজের ঘরে রাখতে চান? আজই 'বোঙা হাতি'-র অর্ডার দিন এবং আপনার বাড়ি আরো সুন্দর করে তুলুন। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @