দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা পাওয়া গেল জার্মানিতে

ফ্রাঙ্কফুর্টে আবার পাওয়া গেল বোমা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭২ বছর পরেও জার্মানির এই শহরে খুঁজে পাওয়া বিশাল আকৃতির বোমাটির ওজন প্রায় ১৩ লক্ষ কিলোগ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাটি ফেলেছিল ব্রিটিশ বায়ুসেনা। কিন্তু বোমাটি ফাটেনি।
‘ব্লকবাস্টার’ নামের এই বোমাটি আগামী রবিবার নিষ্ক্রিয় করা হবে – এমনই জানা গেছে জার্মান পুলিশ ও সংবাদমাধ্যম সূত্রে। প্রস্তুতিও নেওয়া শুরু হয়েছে সে-জন্য। ইতিমধ্যেই সংলগ্ন এলাকা থেকে প্রায় ৭০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। ঝুঁকি এড়াতেই এই স্থানান্তর, জানানো হয়েছে এমনটাই।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমসাময়িক বোমা এর আগেও উদ্ধার করা হয়েছে জার্মানিতে। তবে, সংবাদমাধ্যম অনুযায়ী, সে-কারণে এত বেশি মানুষ স্থানান্তরের ঘটনা এর আগে ঘটেনি কখনও।