করোনা থেকে বাঁচাতে আশ্রয়হীনদের জন্য রাত্রিনিবাসের ব্যবস্থা, জানাল কলকাতা পুরসভা

শহরের রাস্তার ফুটপাথে বাস করতে হয় অনেক ভবঘুরে এবং ভিখারিদের। করোনা ত্রাস থেকে তাঁদের রক্ষা করতে এবার উদ্যোগী হল কলকাতা পুরসভা। আশ্রয়হীন ভবঘুরে ও ভিখারিদের রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে রাত্রিনিবাসে রাখার ব্যবস্থা করল পুরসভা। মেয়র পারিষদ (বস্তি উন্নয়ন) স্বপন সমাদ্দার জানিয়েছেন, করোনা সংক্রমণে লকডাউন করা হয়েছে। সকলকেই বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু রাস্তার ভবঘুরে, ভিখারিদের থাকার কোনও জায়গা নেই। শহরের রাত্রিনিবাসগুলিতে তাঁদের রাখার ব্যবস্থা করা হচ্ছে।
কলকাতায় ৪২টি রাত্রিনিবাস রয়েছে। কলকাতা পুলিশের সঙ্গে এ নিয়ে কথা হয়েছে পুরসভার। রাত্রিনিবাসগুলিতে তাঁদের সুরক্ষার জন্য স্যানিটাইজিং–এর ব্যবস্থা করা হচ্ছে। রাত্রিনিবাসের কর্মীদের জন্য ইতিমধ্যে মাস্ক, স্যানিটাইজার দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে খবর, লকডাউন চলা পর্যন্ত আশ্রয়হীনদের রাত্রিনিবাসে স্থানান্তরিত করা হবে। সেখানেই তাঁদের খাওয়াদাওয়ার আয়োজন করা হবে।