No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ঘোষিত হল বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৪

    ঘোষিত হল বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৪

    Story image

    গোশারদোৎসব বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলার শারদোৎসবকে আরও আকর্ষণীয় এবং বাঙালির শিল্পচেতনার গরিমাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে ২০১৩ সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজোর সেরা সম্মান: বিশ্ববাংলা শারদ সম্মান পুরস্কার প্রবর্তন করেছে।

    মাননীয়া মুখ্যমন্ত্রী মহোদয়া গত ০২, ০৪ এবং ০৬ অক্টোবর ২০২৪ তারিখে ভার্চুয়্যাল মাধ্যমে রাজ্যের সকল জেলার এবং কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার প্রায় ১২০০-এর বেশি পুজো কমিটির শারদোৎসবের শুভ উদ্বোধন করেছেন।

    ৪ কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ কলকাতা পৌরসংস্থা, দক্ষিণ দমদম পৌরসভা, বরানগর পৌরসভা, বিধাননগর পৌর সংস্থা, হাওড়া পৌর সংস্থা এলাকায় যে-সকল বিভাগে বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪ প্রদান করা হচ্ছে সেগুলি হল : সেরার সেরা, সেরা সাবেকি পুজো, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা পরিবেশবান্ধব, বিশেষ পুরস্কার ও বিশ্ববাংলা পুজোর সেরা গান।

    এই প্রতিযোগিতায় 
    (১) সেরার সেরা--৩২টি পুজো কমিটি
    (২) সেরা সাবেকি পুজো--৬টি
    (৩) সেরা মণ্ডপ--৫টি
    (৪) সেরা প্রতিমা--৩টি 
    (৫) সেরা ভাবনা--১৫টি 
    (৬) সেরা পরিবেশবান্ধব--১৪টি
    (৭) বিশেষ পুরস্কার--৩০টি
    (৮) বিশ্ববাংলা পুজোর সেরা গান--১টি।

    সর্বমোট ১০৬টি পুজো কমিটিকে বিশ্ববাংলা শারদ সম্মান ২০২৪ প্রদান করা হচ্ছে।

    কলকাতা ছাড়া বাকি ২২টি জেলার পুজো কমিটিকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা--বিভাগে বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪ প্রদান করা হচ্ছে।

    কলকাতা ও তার পার্শ্ববর্তী পুজোগুলির জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিগণ বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪-র বিচারকমণ্ডলীর দায়িত্ব পালন করেছেন।

    এবছর অন্যান্য রাজ্য এবং দেশ-বিদেশের পুজো কমিটিগুলির কাছ থেকে অন-লাইনের মাধ্যমে আবেদনপত্র চাওয়া হয়েছিল।

    বিশেষ ভাবে উল্লেখ্য, কলকাতার রেড রোডে দুর্গাপূজা কার্নিভ্যাল আগামী ১৫ অক্টোবর ২০২৪, মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এবং আগামী ১৪ অক্টোবর ২০২৪ অন্যান্য সকল জেলায় দুর্গাপূজা কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @