No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    এবার ডাইনিং টেবিলেও শেকসপিয়ার

    এবার ডাইনিং টেবিলেও শেকসপিয়ার

    Story image

    অ্যাভনের কবি শেকসপিয়ার। তাঁর নাম শুনলেই এক ধূসর যুগের কথা ভেসে ওঠে মনে। সেই রানি এলিজাবেথের শাসন, সেই গ্লোব থিয়েটার, আর সেই স্ট্র্যাটফোর্ড গ্রাম। পথ চলতে চলতে সাড়ে চারশো বছরেরও বেশি পেরিয়ে এসেছি আমরা। উইলিয়াম শেকসপিয়ার জন্মেছিলেন ১৫৬৪ সালের ২৩ এপ্রিল। এমাসেই তাঁর ৪৫৬তম জন্মদিন। সারা পৃথিবী এই দিনে মেতে উঠবে কালজয়ী সেই কবি এবং নাট্যকারকে নিয়ে। আমরা, কলকাতাবাসীরাই বা কম কীসে? আর যখন ব্রিটিশ শাসনের উত্তরাধিকার এই শহরের পরতে পরতে, তখন দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টলের কবিও আমাদের নিজস্বই বটে। তাই কলকাতার শেকসপিয়ার স্মরণেও রয়েছে আলাদা চমক। বিশেষ করে আপনি যদি হানা দেন পার্ক স্ট্রিটের বিখ্যাত অক্সফোর্ড বুকস্টোরের চা বারে, তাহলে আপনি সেই কিংবদন্তী মানুষটিকে নিয়ে এক অভিনব আয়োজন দেখতে পাবেন। সেখানে মহাকবি রয়েছেন সরাসরি খাবারের প্লেটে।

    আজ্ঞে হ্যাঁ। সেখানে এবছর উইলিয়াম শেকসপিয়ারের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার থেকেই চলছে ‘দ্য শেকসপিয়ার ফিস্ট’। দু’সপ্তাহ জুড়ে ডাইনিং টেবিলে উঠে আসবে এমন সব পদ, যেগুলোর নাম দেওয়া হয়েছে শেকসপিয়ারের সৃষ্টি করা বিখ্যাত সব চরিত্রগুলোর থেকে। যেমন রয়েছে ব্যাংকো’জ ব্যাংকোয়েট, ওফেলিয়া’জ ইংলিশ গার্ডেন স্যালাড, হ্যামলেট’স ম্যাডনেস চকো মাফিনস, পোর্শিয়া'জ পেস্ট্রি এবং আরও অনেক সুস্বাদু সব খাবার। তবে কেবল পেটপুজোতেই শেষ নয়। ভূরিভোজের সঙ্গে সঙ্গে আছে মননচর্চারও ব্যবস্থা। ২৩ এপ্রিল যেমন শেকসপিয়ারের জন্মদিন, তেমনি একই সঙ্গে বিশ্ব বই ও কপিরাইট দিবসও বটে। ওদিন অক্সফোর্ডের দোকানে বসবে বইয়ের প্রচ্ছদ ডিজাইন প্রতিযোগিতার আসর। এছাড়াও আগামী দু’সপ্তাহ জুড়ে সেখানে শেকসপিয়ারের লেখা বইয়ের আলাদা ডিসপ্লে থাকবে। 

    শেকসপিয়ারকে নিয়ে আরও কিছু আয়োজনও রয়েছে পার্ক স্ট্রিটের এই বইয়ের দোকানে। গতকাল থেকেই সেখানে কুইজ প্রতিযোগিতা, ক্রসওয়ার্ড এবং কর্মশালা একেবারে জমজমাট। কর্মশালার জন্য রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গেলেও বাকি দুটো ইভেন্ট সবার জন্যই খোলা। ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হওয়া কর্মশালায় ইংরেজি প্রবাদ-প্রবচন-বাগধারায় শেকসপিয়ারের অবদান নিয়ে কাজ হচ্ছে। ‘Bedroom’, ‘lonely’, ‘excitement’, ‘addiction’, ‘eyeball’-এর মতো অসংখ্য শব্দ যেমন আমরা শেকসপিয়ারের থেকে উপহার পেয়েছি, তেমনই “wild goose chase”, “green eyed monster”, “seen better days”, “apple of my eye”-এর মতো বাগধারা কিংবা “Better a witty fool than a foolish wit”, “What is past is prologue”, A fool thinks himself to be wise, but “a wise man knows himself to be a fool”-এর মতো প্রবাদও আমরা পেয়েছি শেকসপিয়ারের হাত ধরেই। তের থেকে আঠেরো বছরের ছেলেমেয়েরা অংশ নিয়েছে এই কর্মশালায়। 

    Tags:

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @