বঙ্গদর্শন ইনফরমেশন ডেস্ক
২০ আগস্ট, ২০২২ ১১:০৮:০৫
...ওই রাঙামাটির পথ, আমার মন ভুলায় রে

বীরভূম (Birbhum) শুধুই শান্তিনিকেতন, লাল মাটির মেঠো সুর, রবীন্দ্র-সংস্কৃতির পীঠস্থান নয়, এর পাশাপাশি এই জেলায় রয়েছে মাহালিদের মৌলি পাড়া, আদিবাসী গ্রাম জামদহ ওরফে ‘লতাবুনি’, তারাশংকরের হাঁসুলী বাঁক, অজয় নদ। শনিবারের কড়চা’ (Shonibarer Korcha) ম্যাগাজিনের ‘বীরভূম জেলা’বিশেষ সংখ্যা রইল আপনাদের জন্য।