No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    পাহাড় হাসছে? দার্জিলিং থেকে এক্সক্লুসিভ বিনয় তামাং – দেখুন ভিডিও  

    পাহাড় হাসছে? দার্জিলিং থেকে এক্সক্লুসিভ বিনয় তামাং – দেখুন ভিডিও  

    উত্তরবঙ্গের রাজনীতি কয়েক বছর আগে পর্যন্ত উত্তাল ছিল গোর্খাল্যান্ড ইস্যুকে ঘিরে। মদন তামাংয়ের হত্যা, গোর্খা জনমুক্তি মোর্চার ভাঙন, বিজেপির সঙ্গে বিমল গুরুংয়ের জোট – অনেক কিছুরই সাক্ষী থেকেছেন পাহাড়ের বাসিন্দারা। জিজেএম নেতা বিনয় তামাং আস্থা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। সম্প্রতি বিমল গুরুংও বিজেপির হাত ছেড়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার পথে হাঁটলেন। একই দলের দুই যুযুধান গোষ্ঠী রাজ্যের শাসক দলকে সমর্থন জানিয়েছে। বিজেপির বন্ধু এখন জিএনএলএফ। উত্তেজনার পারদ যেন টানটান থ্রিলার উপন্যাসকেও হার মানায়।

    পাহাড়ের হেভিওয়েট নেতা বিনয় তামাংয়ের উত্থানও কম চমকপ্রদ নয়।  জিটিএ-র সভাপতি হিসেবে বেশ কিছু নজরকাড়া পদক্ষেপ নেন তিনি। বিমল গুরুংয়ের বিরুদ্ধে এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছেন – দার্জিলিংয়ে কেশবরাজ পোখরাল, কালিম্পংয়ে রুদান লেপচা এবং কার্শিয়াংয়ে টিশেরিং লামা। তাঁর একান্ত সাক্ষাৎকারে উঠে এল গোর্খাল্যান্ড ইস্যু নিয়ে বর্তমান টানাপোড়েন, উত্তরবঙ্গের নির্বাচন পরিস্থিতির হাল-হকিকত, পর্যটনের উন্নয়ন নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা এবং পাহাড়ের রাজনীতির আরও নানান অজানা দিক। লিংকে ক্লিক করে দেখুন সাক্ষাৎকারের এক্সক্লুসিভ সম্পূর্ণ ভিডিও এবং অবশ্যই আপনার মতামত রাখুন।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @