No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    আলিপুরদুয়ারের রূপকথা গ্রাম ভুটানঘাট

    আলিপুরদুয়ারের রূপকথা গ্রাম ভুটানঘাট

    Story image

    পাহাড়, নদী, জঙ্গলের মাঝখানে অচেনা অজানা গাছপালা, জীবজন্তুর মধ্যে খানিকটা সময় কাটানোর ইচ্ছে হয় কি? যাঁরা প্রকৃতি ভালোবাসেন, এমন সুযোগ তাঁদের কাছে স্বপ্নের মতো। আবার শহুরে কোলাহল থেকে কিছুদিন নিস্তার পেতে নির্জন নিসর্গকে বেছে নেন অনেকে। ছুটি উপভোগের পাশাপাশি সমস্ত অবসন্নতা কাটিয়ে সতেজ হয়ে ওঠে মন এবং শরীর।

    আলিপুরদুয়ার জেলায় পাহাড়ের কোলে রায়ডাক নদীর পাশে রয়েছে এমনই গন্তব্য – ভুটানঘাট। ভারত-ভুটান সীমান্তের এই গ্রাম আলিপুরদুয়ার শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। আদিম চিরসবুজ অরণ্য এবং ঢেউ খেলানো চা বাগান আপনাকে নিয়ে যাবে কোনও এক রূপকথার দেশে। হঠাৎ সামনে চলে আসতে পারে নানা বিরল জানোয়ার – এশিয়ান একশৃঙ্গ গণ্ডার, লেপার্ড কিংবা চিতল হরিণ। বন্যপ্রাণ ভালোবাসলে অবশ্যই ঘুরে আসুন। 

    কাছেই রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের নিজস্ব অরণ্য ট্যুরিজম প্রপার্টি (পূর্বতন জলদাপাড়া ট্যুরিস্ট লজ)। সাধ্যের মধ্যেই থাকা এবং খাওয়ার দারুণ বন্দোবস্ত। সেখানে কয়েকদিন থেকে আশেপাশের সবক’টি ডেস্টিনেশন ঘুরে দেখতে পারবেন। যেমন ধরুন চিলাপাতা জঙ্গল। বক্সা থেকে সড়কপথে এক ঘণ্টায় পৌঁছনো যায়। দূরত্ব মোটামুটি ৫০ কিলোমিটার। 

    বক্সা ব্যাঘ্র প্রকল্পের বৃহত্তর অংশ হওয়ার কারণে ভুটানঘাটে গড়ে উঠেছে হাতির করিডর। এই গ্রামকে তাই ‘হাতির দেশ বলেও ডাকা হয়। তবে কেবল হাতি নয়, বিচিত্র সব জীবজন্তু রয়েছে এলাকা জুড়ে। যেমন চিতল, কৃষ্ণসার প্রভৃতি হরিণ, রয়্যাল পাইথনের মতো সরীসৃপ, গণ্ডার, বাইসন, রামকুকুর, ভামবেড়াল, দানবীয় কাঠবেড়ালি, ভালুক, মেঘলা চিতা।


    ভুটানঘাটের কাছে আরেকটি গন্তব্য নারাথালি হ্রদ। পাখিপ্রেমীদের স্বর্গরাজ্য। পরিযায়ী এবং স্থানীয় পাখি দেখতে দেখতে সারা দিন কাটিয়ে দেওয়া যায়। কাও ধনেশ, কালো মানিকজোড়, আইবিস বিল, রেড স্টার, তিলিহাঁস, সহেলি – কত রকমের পাখি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির নেশা যদি থাকে, ক্যামেরাবন্দি করার অনেক দৃশ্য এখানে পাবেন।

     

    বছরের যে কোনও সময় ভুটানঘাট যেতে পারেন। তবে সবচেয়ে বেশি মজা পাবেন বর্ষাকালে। অর্থাৎ জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি। প্রকৃতি সবচেয়ে প্রাণবন্ত থাকে তখন। ভুটানঘাটে রাত কাটাতে চাইলে জয়ন্তী কিংবা হাতিপোতা ফরেস্ট বাংলোয় থাকতে পারেন কয়েকদিন। গোটা উপত্যকা এবং পাহাড়ের অপরূপ ভিউ মিলবে। ওয়াচটাওয়ারে গিয়ে পুরো এলাকার জীববৈচিত্র্য নিজের চোখে দেখতে ভুলবেন না।

    ভুটানঘাট এবং আশেপাশের ডেস্টিনেশন সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করুন – 
    West Bengal Tourism Development Corporation Ltd.
    Udayachal Tourist Lodge
    DG Block (1st floor), Sec II, Salt Lake, Kolkata - 700091
    Phone: 033 2358 5189
    Email: visitwestbengal@yahoo.co.in, mdwbtdc@gmail.com, dgmrwbtdc@gmail.com
    Website: https://www.wbtdcl.com/

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @