No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    ভাঙা হচ্ছে না কিশোরকুমারের বাড়ি 

    ভাঙা হচ্ছে না কিশোরকুমারের বাড়ি 

    Story image

    ভাঙা হচ্ছে না কিশোরকুমারের স্মৃতি বিজড়িত খাণ্ডওয়ার বাড়ি। মধ্যপ্রদেশের এই বাড়িতেই কিশোরকুমারের জন্ম হয়। সম্প্রতি পুরসভা এই বাড়িটিকে ‘বিপজ্জনক’ ঘোষণা করে নোটিশ জারি করে বাড়ি খালি করে দেওয়ার। কিন্তু এই কাজ স্থগিত রাখতে নির্দেশ দিয়েছেন খাণ্ডওয়ার কালেক্টর অভিষেক সিং। তাঁর কথায়, সংগীতপ্রেমী এবং স্থানীয় বাসিন্দাদের প্রগাঢ় আবেগ জড়িয়ে আছে বাড়িটিকে ঘিরে। তাই তিনি এই নির্দেশ দিয়েছেন।

    কালেক্টর জানান, বাড়িটির সংস্কার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছে প্রশাসন। তবে শীগগিরিই বাড়ির বর্তমান মালিকের সঙ্গে কথা বলে সংস্কারের কাজ শুরু করা হবে।

    ২০১২-তে তৎকালীন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীকান্ত শর্মা এই বাড়িতেই কিশোরকুমার ও গাঙ্গুলিপরিবারের অন্যান্য কৃতী সদস্যদের স্মৃতিরক্ষায় একটি মিউজিয়ম গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি।  

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @