No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বাংলার তাঁতের হাট

    বাংলার তাঁতের হাট

    বাংলার ঐতিহ্যমণ্ডিত তাঁত শিল্পীদের সৃষ্টির সম্ভার নিয়ে কলকাতার সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে গত ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বাংলার তাঁতের হাট। আয়োজক: ক্ষুদ্র ছোটো ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এই হাটে রয়েছে প্রায় পাঁচ শতাধিক স্টল। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে নানান বস্ত্র ও অন্যান্য জিনিসের স্টল এখানে নজরকাড়া। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এই তাঁতের হাট চলবে প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত। প্রথমদিনের কিছু ঝলক এবং বিক্রেতাদের বক্তব্য শুনতে তাঁতের হাটে হাজির হয়েছিল bongodorshon.com তারই কিছু ঝলক রইল আপনাদের জন্য।

    ______ 
    পরিকল্পনা ও সম্পাদনা : সুমন সাধু
    চিত্রগ্রহণ : মৌনী মণ্ডল সাহা
    অতিরিক্ত সম্পাদনা : তথাগত চৌধুরী

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @