চোখ থাক ‘তারিখ’-এ

ধরা যাক, প্রায় একমাস আগে আপনাকে একজন ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়েছিলেন ফেসবুকে। আপনি কোনোভাবে সেটি দেখতে পাননি। প্রায় একমাস পর আপনি সেই রিকুয়েস্ট অ্যাক্সেপ্ট করলেন। অতঃপর তাঁর প্রোফাইল ঘেঁটে জানতে পারলেন, সেই ব্যক্তি বর্তমানে আর জীবিত নেই। কয়েকদিন আগেই তিনি দেহ রেখেছেন। তাঁর ফেসবুক ওয়াল উপচে পড়ছে ‘রেস্ট ইন পিস’-এ। আপনি হতবাক হলেন, চমকে উঠলেন। ভাবলেন, এমনও হয়? যে মানুষটা একমাস আগেও বেঁচে ছিলেন, আপনাকে বন্ধুত্বের জন্য আবেদন পাঠিয়েছিলেন, তিনি আজ আর নেই। আপনার রিকুয়েস্ট অ্যাক্সেপ্ট করার নোটিফিকেশন তিনি দেখতে পেলেন না, অথচ ভার্চুয়াল বন্ধু হয়ে রইলেন দু’জনে। জীবন আসলে এরকমই রহস্যময়। এই রহস্যের শরিক সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার দাপটে মানুষ অমর হয়ে থাকে। একজনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে অবাধ অনায়াস যাতায়াত, তার মধ্যেই রয়েছে এক অসীম জীবন। যেখানে আপনি হাসেন, কাঁদেন, আদর করেন, ঘেন্না করেন। এক অনন্ত জীবনের সাক্ষী থাকে আপনার ফেসবুক প্রোফাইল। সেই প্রোফাইলটিই হয়ে ওঠে নিজস্ব ডায়েরি। সেখানে বন্ধুত্ব পাঠানোর এবং বন্ধু হওয়ার প্রচেষ্টা। এই বন্ধুত্বেরই গল্প বলে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘তারিখ’।
ছবির গল্প অনির্বাণ, ইরা আর রুদ্রাংশু- এই তিন বন্ধুকে নিয়ে। তিন বন্ধুই সোশ্যাল মিডিয়ায় আসক্ত। বিভিন্ন ক্ষেত্রে লাইক দেয়, শেয়ার করে। কিন্তু তিন বন্ধুর মানসিকতায় বেশ ফারাক আছে। অনির্বাণ আদর্শবাদী, ইরা প্রধানত পুরোনো ভাবনা-চিন্তার বাহক আর রুদ্রাংশু বাস্তববাদী। অনির্বাণের ভূমিকায় অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ইরার ভূমিকায় আছেন রাইমা সেন ও রুদ্রাংশুর ভূমিকায় আছেন ঋত্বিক চক্রবর্তী। আমাদের জীবনে অসংখ্য তারিখ আসে। যে তারিখগুলোকে সেভাবে গুরুত্ব দিতে পারি না বা চাই না। বলা যায় না, তার মধ্যে থেকে কোনো একটি তারিখ হয়ে উঠতে পারে আপনার স্বপ্নে দেখা বিশেষ এক মুহূর্ত। এমন চিন্তা-ভাবনা থেকেই চূর্ণী তাঁর পরবর্তী ছবি উপহার দিতে চলেছেন।
ইতিমধ্যে ছবির ট্রেলার দর্শকদের পছন্দ হয়েছে। চূর্ণী গঙ্গোপাধ্যায়ের কথায়, এটি বন্ধুরা একসঙ্গে সবাই মিলে দেখার ছবি। এই ছবি পরিবারের জন্যেও। তাই নববর্ষে এর থেকে দামি উপহার আর কিছু হতেই পারে না। এই ছবির গল্প এখনকার নিত্যদিনের সোশ্যাল মিডিয়া সর্বস্বতার। বিশাল সংখ্যক মানুষ প্রত্যেকদিনই সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে থাকেন। এই সব মানুষের সুখ, দুঃখ, রাগ, অভিমান, ঘৃণা, ভালোবাসার কথা বলবে ‘তারিখ’। ‘নির্বাসিত’র পর চূর্ণী গঙ্গোপাধ্যায়ের দ্বিতীয় ছবি ‘তারিখ’ মুক্তি পাচ্ছে আজ অর্থাৎ ১২ এপ্রিল। এই ছবি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮-তে প্রদর্শিত ও প্রশংসিত হওয়ার পর সাধারণ দর্শকদের যথেষ্ট আগ্রহ আছে ‘তারিখ’ নিয়ে। প্রথম ছবিতেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন চূর্ণী। ফলত তাঁর দ্বিতীয় ছবি নিয়ে আগ্রহ থাকাই স্বাভাবিক। ছবিতে শাশ্বত, রাইমা, ঋত্বিক ছাড়াও রয়েছেন অলকানন্দা রায়, অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, অনসূয়া মজুমদার, কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ একঝাঁক ইয়ং ব্রিগেড। ছবিটি প্রযোজনা করেছেন অপেরা মুভিজ।