No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    মায়া আর্ট স্পেসের আড্ডায় বাঙালি উদ্যোগপতি চন্দ্রশেখর ঘোষ

    মায়া আর্ট স্পেসের আড্ডায় বাঙালি উদ্যোগপতি চন্দ্রশেখর ঘোষ

    Story image

    ০১৪ সালে যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দুটি সংস্থাকে ব্যাঙ্কিং লাইসেন্স দেওয়ার কথা ঘোষণা করেছিল, তখনও খুব বেশি ভারতীয় চন্দ্রশেখর ঘোষ (Chandra Sekhar Ghosh) বা তাঁর নন-ব্যাঙ্কিং ফিনানশিয়াল সংস্থা বন্ধন ফিনানশিয়াল সার্ভিসেস (Bandhan Financial Services)-এর নাম শোনেননি। কিন্তু সেসময় তিনি ২৩টি সংস্থাকে হারিয়ে এই স্বীকৃতি পেয়েছিলেন। সেইসব সংস্থার মধ্যে ছিল রিলায়েন্স ক্যাপিটাল, আদিত্য বিড়লা গ্রুপ, লার্সেন অ্যান্ড টুব্রো-র মতন নামজাদা সংস্থা।

    এভাবেই বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank)-এর জন্ম হয়েছিল, যা নজর কেড়েছিল সারা বিশ্বের। কারণ এটি হলো ভারতের প্রথম ক্ষুদ্রঋণের সংস্থা, যা সর্বজনীন বা বিশ্বজনীন ব্যাঙ্ক হিসাবে স্বীকৃতি পায়। তারা আরবিআই-এর কাছ থেকে ব্যাঙ্কিং লাইসেন্স পেয়েছিল ২০১৫ সালের ১৭ জুন।

    এই চন্দ্রশেখর ঘোষই এবার আড্ডা@মায়া (ADDA@MAYA)-র ১২৬তম পর্বের মূল কেন্দ্রবিন্দু। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে অন্তরঙ্গ আলাপচারিতার পর্বগুলি মায়া আর্ট স্পেস (Maya Art Space)-এ প্রতি বুধবার প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। 

    এই আলাপচারিতার একটি প্রোমো প্রকাশিত হয়েছে, যেখানে ধরা পড়েছে কিশোর চন্দ্র শেখরের আগরতলায় কাটানো দিনগুলির খণ্ডচিত্র, যখন তিনি নিজের বাবার মিষ্টির দোকানে, তাঁকে সাহায্য করতেন। সেই ছোটো মিষ্টির দোকান থেকে আধুনিক ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্রের অন্যতম শক্তিশালী মুখ হয়ে ওঠার যে কঠিন যাত্রা, সেটাই হবে এই আলাপচারিতার মুখ্য বিষয়। 

    কথোপকথনের আরেকটি বিষয় হিসাবে উঠে আসবে সেই মিথ, যা বলে যে, বাঙালিরা বড়ো ব্যবসায়ী হতে পারে না। যদিও এই মিথের বিপরীতে রয়েছেন ১৮ এবং ১৯ শতকের অনেক বাঙালি ব্যবসায়ী। কিন্তু এই মিথ ডালপালা মেলেছে বিগত ৫০ বছরে, যে সময়ে বড়ো মাপের বাঙালি উদ্যোগপতির দেখা খুব একটা মেলে না। কিন্তু চন্দ্রশেখর ঘোষের সাফল্যের যাত্রা আরও একবার এই মিথ ভেঙে দিয়েছে।

    সংস্থার এমডি এবং সিইও-এর মতন বন্ধনও ক্ষুদ্র থেকে বিরাট হয়ে উঠেছে। ২০০১ সালে একটি অলাভজনক সংস্থা হিসাবে যাত্রা শুরু করেছিল, যার উদ্দেশ্য ছিল নারী ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি (Financial Inclusion) ঘটানো। এই সংস্থা, কলকাতা থেকে ৬০ কিমি দূরে অবস্থিত হাওড়া জেলার বাগনানে প্রথম ক্ষুদ্রঋণ প্রকল্পের কাজ শুরু করেছিল। ২০০৬ সালে সংস্থাটি এনবিএফসি (NBFC) হিসাবে স্বীকৃতি অর্জন করে এবং ক্ষুদ্রঋণ প্রকল্পের কাজের পরিধি বাড়ায়। ২০১০ সালে তারা হয়ে ওঠে ভারতের সর্ববৃহৎ ক্ষুদ্রঋণ সংস্থা।

    সমাজের প্রান্তিক অংশের মানুষদের পরিষেবা দেওয়া থেকে একটি ভিন্ন ধরনের ব্যাঙ্ক হয়ে ওঠা, মৃদুভাষী চন্দ্রশেখর ঘোষের জীবনের ভাণ্ডারটি অভিজ্ঞতায় পরিপূর্ণ। সেইসব কাহিনি শোনা যাবে আড্ডা@মায়া-তে। আগামী ৬ সেপ্টেম্বর সন্ধে ৬.৩০টায়। 

     

    স্থানঃ মায়া আর্ট স্পেস, মোহনা, ৩২৯ রাজডাঙা মেইন রোড, শান্তিপল্লী, পূর্ব কলকাতা টাউনশিপ

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @