দিল্লিতে বাংলা সিনে উৎসব

নয়াদিল্লিতে শুরু হতে চলেছে অষ্টম বাংলা চলচ্চিত্র উৎসব। দিল্লির বেঙ্গল অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে আয়োজিত এই চলচ্চিত্র উৎসব শুরু হবে ২৫ আগস্ট। চলবে ২৭ আগস্ট পর্যন্ত। তিন দিনের এই উৎসবে দেখানো হবে আটটি পূর্ণ দৈর্ঘ্যের বাংলা সিনেমা। সেগুলির মধ্যে রয়েছে বিলু রাক্ষস, কালপুরুষ, অরণী তখন, নায়িকার ভূমিকায়, দুর্গা সহায়, চিত্রকর। দেখানো হবে বেশ কিছু স্বল্প দৈর্ঘ্যের সিনেমাও। থাকছে সিনেমা নিয়ে আড্ডার আসরও। যেখানে আড্ডার সঙ্গী হবেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত।
নয়াদিল্লির মুক্তধারা অডিটোরিয়ামে ২৫ অগস্ট সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করবেন বুদ্ধেদেব দাশগুপ্ত এবং পাওলি দাম। আয়োজন করা হয়েছে কুইজ কনটেস্টেরও। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘বাংলা সিনেমার সেকাল এবং একাল’। এই প্রতিযোগিতায় বাংলা সিনেমা প্রেমিক যে কেউ সপরিবারে অংশগ্রহণ করতে পারবেন। আয়োজক সংস্থা বেঙ্গল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তপন সেনগুপ্তের কথায়, ‘একটানা কয়েক দশক ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দিল্লিতে বাংলা ভাষার প্রসার এবং প্রচারে আমরা চেষ্টা করে চলেছি। তারই অঙ্গ হিসেবে গত সাত বছর ধরে আমরা সিনে উৎসবের আয়োজন করছি।