বিষয়ের অভিনবত্বে নজর কাড়ল যে-কটি বাংলা ছবি

২০১৮-তে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্রের তালিকাটা বেশ অভিনব। অন্তত বিষয়ের দিক থেকে। সারা বছর জমিয়ে রেখেছিলেন কয়েকজন খুদে অভিনেতা। নতুনভাবে উঠে আসছে কয়েকজন অভিনেত্রীর নামও। গোটা বছর জুড়ে জাঁকিয়ে বসেছিলেন তরুণ পরিচালকের দল। সবমিলিয়ে বেশ জমজমাট। বক্স অফিসে কোন ছবি কতটা সাফল্য পেল, তার হিসেবনিকেশ করা এখানে মুখ্য নয়। বরং বিষয় এবং বিষয়ীর অভিনবত্বে সারা বছর মানুষের মুখে মুখে ফিরেছে যে নামগুলি, একটি বিশেষ সমীক্ষা অনুযায়ী সেই ছবিগুলিই এখানে জায়গা করে নিয়েছে। তাই ২০১৮-র বাংলা চলচ্চিত্রে আরেকবার ফিরে দেখা সেইসব উজ্জ্বল সিনেমাগুলির নাম।
ময়ূরাক্ষী
অতনু ঘোষ পরিচালিত এই ছবিটি ২০১৭ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেলেও, ২০১৮-র শুরুর বেশ কয়েকটা মাস জমিয়ে রেখেছিল বাঙালি দর্শককে। সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে পেয়েছে জাতীয় পুরস্কার। বাবা-ছেলের সম্পর্কের মধ্যে লং ডিস্টেন্স ‘রিলেশন’ তীব্রভাবে ফুটিয়ে তুলেছিলেন পরিচালক। তাই সবার আগে থাকল ‘ময়ূরাক্ষী’ ছবির নাম। এই ছবির ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিত চট্টোপাধ্যায়ের অভিনয় এবং অনস্ক্রিন কেমেস্ট্রি।
আহারে মন
প্রীতম ডি গুপ্ত পরিচালিত আহারে মন মুক্তি পায় ২২ জুন। মুখ্য চরিত্রে আদিল হুসেন, পাওলি দাম, অঞ্জন দত্ত, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র, চিত্রাঙ্গদা চক্রবর্তী। অনবদ্য কিছু গানের সঙ্গে এই ছবিতে বেশ কিছু ‘ফ্রেশ’ এলিমেন্টস ছিল। প্রতিটি হৃদয়ের ভিন্নরকম ঠিকানা থাকে। এই ছবিতে পাগল মন, অচেনা মন, অবুঝ মন, একলা মন, খেয়ালি মন ইত্যাদি নানান শেডের চরিত্রদের দেখা গিয়েছিল। শেষে এসে বলতে হয় এই ছবির ম্যান অফ দ্য ম্যাচ চিত্রাঙ্গদা চক্রবর্তী।
রেনবো জেলি
এটি সৌকর্য ঘোষালের তৃতীয় ছবি। অভিনয়ে শ্রীলেখা মিত্র, কৌশিক সেন, মহাব্রত বসু। জেলির রামধনু-রং-এর রেশ সিনেপ্রেমী দর্শকের মনে গভীর ছাপ ফেলেছে। এই ছবির প্রতিটা সংলাপ যে দর্শকের মনের ছেলেবেলা ছুঁয়ে গেছে তা অস্বীকার করি কীভাবে! হেরে যাওয়া নয়, বরং স্বপ্ন দেখা শুরু হয়েছিল একটা। পালিয়ে যাওয়া নয়, নতুন একটা জার্নি শুরু হয়েছিল। ঘোঁতনরা সারাবছর আমাদের দিকে তাকিয়েছিল। ঘোঁতনরা আমাদের ভালোবেসে ফেলেছিল। ছবির ম্যান অফ দ্য ম্যাচ তাই ছোট্ট ঘোঁতন, থুড়ি মহাব্রত।
পর্ণমোচী
কৌশিক কর বাংলা থিয়েটারের একজন সুপরিচিত মুখ। পর্ণমোচী ছবির মাধ্যমেই একজন চিত্র-পরিচালক হিসাবে তাঁর হাতেখড়ি হল। একজন স্কুলপড়ুয়ার বয়ঃসন্ধিজনিত নানারকম ফেজ থেকে দেখা গেল পর্ণ সাইটের অন্য ভূমিকা। কিশোরের যাবতীয় সুখ-দুঃখ, উল্লাস সবকিছুই তাঁর বাবা-মা এবং একটি স্বপ্নের নায়িকাকে ঘিরে। ২০১৮-র বাছাই তালিকায় তাই অবশ্যই থাকবে এই ছবি। ম্যান অফ দ্য ম্যাচ ঋতব্রত মুখার্জী।
সোনার পাহাড়
রূপোলী পর্দায় আরেকবার ধরা পড়ল তনুজা-সৌমিত্র’র কেমেস্ট্রি। এ ছবির সম্পদ হলেন তনুজা। তিনিই যেন পাহাড়ি ভৈরবী। বাংলা ছবি অপীখা করছিল তাঁর জন্য। যোগ্য চরিত্রে আবার ফিরে এলেন। আর ছোট্ট শ্রীজাত ছবির মূল সুরটি ধরতে পেরে রীতিমতো ছক্কা হাঁকিয়েছে। ক্যামেরার ফ্রেমে ধরা দিয়েছে পাহাড়পুরীর মায়া। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘সোনার পাহাড়’ ছবির ম্যান অফ দ্য ম্যাচ তনুজা।
উড়নচণ্ডী
অভিষেক সাহার প্রথম ছবি। অনেকরকম সম্ভাবনার কথা বলেছেন এই ছবিতে। আমাদের জীবনের কথাই উঠে এসেছে কবিতার মতো করে। আসলে ব্যক্তি জীবন থেকে, এই সমাজের বাঁধাধরা ‘সিস্টেম’ থেকে আমরাও পালাতে চাই। অনির্দেশের প্রতি একা একা যাত্রা। এক্ষেত্রে একা নয় কেউ, সবাই সবার বন্ধু। নতুন একটা অধ্যায়ে বেরিয়েছেন তিন প্রজন্ম। কেউ জানেন না আগামীতে কী আছে! পুরুলিয়ার রুক্ষ পরিবেশ ছবির গল্পের সঙ্গে সাযুজ্যপূর্ণ ভীষণ। আর ম্যান অফ দ্য ম্যাচ? অবশ্যই সুদীপ্তা চক্রবর্তী।