No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    আজকের ছবিমহল রং পাক চিরন্তন ভালোবাসার

    আজকের ছবিমহল রং পাক চিরন্তন ভালোবাসার

    Story image
    ১৯৬৯ সালের ২৮ জুন। পুলিশ হানার প্রতিবাদে আমেরিকার কিছু সমপ্রেমী মানুষ আন্দোলন শুরু করলেন, যা স্টোনওয়াল রায়টস নামে পরিচিতি। শুরুটা সেই থেকেই। ১৯৬৯ সালের সেই দিন থেকে তাই জুন মাসকে প্রাইড মান্থ বা গর্বের মাস হিসাবে উদ্‌যাপন করা হয়। প্রসঙ্গত ভারতবর্ষে সমপ্রেমের আন্দোলন আসে অনেক পরে। যেমন কলকাতা শহরে রেনবো প্রাইড ওয়াক শুরু হয় আজ থেকে কুড়ি বছর আগে ১৯৯৯ সালের ২ জুলাই। ১৯৬৯ থেকে ২০১৯- একটা গর্বের জার্নি, যার রং রামধনু। আসলে রাষ্ট্র যখন নিজেকে সর্বশক্তিমান মনে করে, তখন পথে নামা ছাড়া আর কোনো উপায় থাকে না। রাষ্ট্রশক্তির অহং যখন তীব্র হয়ে উঠে শ্বাসরোধ করতে চায়, তখন নিজেদের পরিচিতি আর অধিকারের দাবিগুলো নিয়ে প্রতিরোধের কন্ঠস্বরকে পৌঁছে দিতেই হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ‘প্রান্তিক’ পরিচিতির লড়াই হয়ে ওঠে আরও সঙ্কল্পবদ্ধ। মূলস্রোত কী, কে তা ঠিক করে দেয়, সেই তর্ক চলতেই থাকবে। কিন্তু কোনও অবস্থাতেই নিজের শরীর, মন, লিঙ্গ পরিচিতি, যৌন পরিচিতির নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে না। ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়েই বিশ্বব্যাপী সমপ্রেমী মানুষের এই অধিকার আন্দোলন সমাজে যে জনজোয়ার সৃষ্টি করেছিল একসময়, আজও তা অব্যাহত আছে। তাঁরা আর ঘরের কোণে চোখের জল ঝরাবার কথা ভাবে না, বরং কণ্ঠ জোরালো করে নিজেকে প্রকাশ করাই প্রতিবাদ বলে মনে করেন। অবশেষে পঞ্চাশে পা। বিভেদে না, মানুষ ভালোবাসায় থাক। রেনবো প্রাইড ওয়াক ২০১৮ থেকে এই ছবিগুলি তুলেছেন অনুষ্টুপ রায়। আজকের ছবিমহল রং পাক চিরন্তন ভালোবাসার।

    তখনই তো ধ্বংসের সময়,
    তখনই তো নির্মাণের জয়
    অর্ধেক কপাল জুড়ে রোদ পড়ে আছে
    শুধু ঝড় থমকে আছে গাছের মাথায়
    তোমার হাতের মাঝে আছে পর্যটন-
    একথা কি খুশি করে মন?
    সবার বয়স হয়
    আমার
    বালক-বয়স বাড়ে না কেন


    দুদিকেই কূল, দুদিকেই এপার-ওপার, আসা-যাওয়া, টানাপোরেন –
    দুটো জন্মই লাগে
    মনে মনে দুটো জন্মই লাগে ।
    আজকে তোমার ভিতর-বাইরে বিষম যুদ্ধ পুবের হাওয়া


    আলোকচিত্রী- অনুষ্টুপ রায়
    শব্দঋণ- শক্তি চট্টোপাধ্যায় 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @