লকডাউনে ২৭০ কিলোমিটার গাড়ি চালিয়ে রোগীকে বাড়ি পৌঁছে দিলেন ডাক্তার

লকডাউনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন চিকিৎসকরা। এ কথা স্বীকার করতেই হবে। করোনা ত্রাসের মতো চূড়ান্ত অসময়ে মানবিকতার পরিচয় দিয়ে এবার নজির গড়লেন এসএসকেএমের অ্যানাস্থেশিওলজি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক বাবলু সর্দার। বীরভূমের একটি প্রত্যন্ত গ্রাম থেকে কলকাতায় চিকিৎসার জন্য এসেছিলেন রাজেশ বাসকি। তাঁর আট বছরের মেয়ের চিকিৎসার জন্য। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে মেয়েকে রেফার করা হয় কলকাতায়। লকডাউনের জন্য আটকে পড়েন পাথর খাদানের শ্রমিক রাজেশ। কলকাতা থেকে রামপুরহাট যাওয়ার জন্য কোনও অ্যাম্বুল্যান্স চালক রাজি হতে চাননি। বহু চেষ্টা করেও কোনও গাড়ি পাচ্ছিলেন না। সবাই যে টাকা চাইছিলেন তা দেওয়ার মতো ক্ষমতা তাঁর নেই।
ঠিক এইরকম পরিস্থিতিতে বাবা-মেয়ের পাশে দাঁড়ালেন ডাঃ বাবলু সর্দার। রাত তিনটে নাগাদ বীরভূমে তাঁদের বাড়ি পৌঁছে দেন নিজের গাড়িতে। পরেরদিন সকালেই আবার হাসপাতালের কাজে যোগ দেন। প্রায় ২৭০ কিলোমিটার তিনি গাড়ি চালিয়ে গেছেন। তাঁর মতো মানুষ সত্যিই দরকার। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য বলে মনে করেন বাবলুবাবু।
ছবি- সংগৃহীত