No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    প্রফুল্লচন্দ্র রায়কে জন্মদিনের শ্রদ্ধা জানাতে বেঙ্গল কেমিক্যালস নিয়ে এল স্যানিটাইজার 

    প্রফুল্লচন্দ্র রায়কে জন্মদিনের শ্রদ্ধা জানাতে বেঙ্গল কেমিক্যালস নিয়ে এল স্যানিটাইজার 

    Story image

    বিজ্ঞানকে সম্পূর্ণ মুক্ত করে সর্বজনবোধ্য করেছিলেন বাঙালি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আধুনিক বিজ্ঞান চর্চায় এই বাঙালির গবেষণা খুঁজে পেয়েছিল নতুন দিশা। সে প্রায় অনেককাল আগের কথা। উনিশ শতক। প্রফুল্লচন্দ্রের হাতে গড়ে উঠল বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস। গতকাল ছিল তাঁর ১৫৯তম জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে বিজ্ঞানীকে শ্রদ্ধা জানাতে বেঙ্গল কেমিক্যালস বাজারে নিয়ে এল হ্যান্ড স্যানিটাইজার। বাজার চলতি অন্যান্য স্যানিটাইজারের তুলনায় যা অনেক বেশি কার্যকরী এবং দামও সাধ্যের মধ্যে। 

    হ্যান্ড স্যানিটাইজার এখন আমাদের দৈনন্দিন জীবনের অংশ। তবে কোন কোন কোম্পানির স্যানিটাইজার জীবাণুরোধক, তা যাচাই করে দেখতে হবে। এই জায়গায় বেঙ্গল কেমিল্যালসের স্যানিটাইজার নিঃসন্দেহে উন্নতমানের। এই স্যানিটাইজারের নাম দেওয়া হয়েছে বেনসাই (BENSAI)। অ্যালকোহলযুক্ত এই স্যানিটাইজার গতকাল থেকেই মিলছে বিভিন্ন দোকানে। ২০০, ৫০০ মিলিলিটারের বোতল এবং ৫ লিটারের বড়ো বোতলে পাওয়া যাবে বেনসাই। এর রাসায়নিক প্রস্তুতি থেকে উৎপাদন, প্যাকেজিং – সবটাই হয়েছে বেঙ্গল কেমিক্যালসের মহলেই।

    ইতিমধ্যেই এই সংস্থার তৈরি হাইড্রক্সিক্লোরোকুইনের মতো ওষুধ এবং সালফেট ও ফসফেট যৌগসমৃদ্ধ দুটি ওষুধ ব্যাপকভাবে সাড়া পেয়েছিল। গতকাল থেকে বাংলার মানুষ ভরসা রাখছে বেঙ্গল কেমিক্যালসের এই উন্নতমানের স্যানিটাইজারের উপর। মনে রাখবেন, স্যানিটাইজারই এখন আমাদের একমাত্র বন্ধু।
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @