No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বেহালা আর্ট ফেস্ট: অন্যরকম প্রতিবাদের ছবি আঁকল কলকাতা

    বেহালা আর্ট ফেস্ট: অন্যরকম প্রতিবাদের ছবি আঁকল কলকাতা

    উৎসবের শহর কলকাতা। ভারতের সাংস্কৃতিক রাজধানী।  শিল্প এখানে জীবনের উদযাপন, প্রতিবাদের হাতিয়ারও। মহানগরের ১৪ নম্বর বাসস্ট্যান্ডের কাছে দেখা গেল তারই প্রতিফলন। ৫ থেকে ৭ ফেব্রুয়ারি বেহালা নূতন সংঘের উদ্যোগে দ্বিতীয় বছরে পা রাখল ‘বেহালা আর্ট ফেস্ট’। খোলা আকাশের নিচে অভিনব এই প্রদর্শনে অংশ নিয়েছেন সনাতন দিন্দা, ভবতোষ সুতার, মল্লিকা দাস সুতার, প্রদীপ দাস, বিমল সামন্ত, বিশ্বনাথ দে, রূপক বসু, কৃষাণু পাল, দেবজ্যোতি জানা, অসীম পাল এবং আরও অনেক বিশিষ্ট শিল্পী। আহ্বায়ক সনাতন দিন্দা। কিউরেটর ঐন্দ্রিলা মাইতি সুরাই। 

    যেসব নাড়িয়ে দেওয়া অভিজ্ঞতার সম্মুখীন আমরা বারবার হয়ে চলেছি – যেমন লকডাউন, পরিযায়ী শ্রমিকদের মিছিল, কৃষক আন্দোলন – শিল্প উৎসবে তা সবই নতুন মাত্রা নিয়ে ফুঠে উঠেছে। সমাজের নানা অভিঘাতের সঙ্গে জুড়ে থাকল ব্যক্তিগত অনভূতিও। ফেলে দেওয়া জিনিসপত্রের মধ্যে একাকী মানুষের যন্ত্রণা, নিঃসঙ্গতা যেন ভাষা খুঁজে পায়। ইনস্টলেশন আর্টের পাশাপাশি গ্রাফিত্তিও চোখ ধাঁধানোর মতো। সব মিলিয়ে জমজমাট উৎসব। বঙ্গদর্শন ডিজিটাল সামিল হয়েছিল এই শিল্পযজ্ঞে। ভিডিওতে তার কিছু মুহূর্ত ধরা রইল। দেখুন লিংকে ক্লিক করে।  
     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @