ব্রিটেনের সিবিই পুরস্কারে ভূষিত বঙ্গতনয়া

বিশ্বের দরবারে আবার বাংলার জয়জয়কার। ব্রিটিশ রানি এলিজাবেথের নববর্ষ সম্মানের তালিকায় এবছর রইলেন লেখক ও শিক্ষাবিদ বাসবী ফ্রেজার।
কলকাতার লেডি ব্রেবোর্ন কলেজে পড়াশোনা করেছেন বাসবী (ভট্টাচার্য) ফ্রেজার। এখন থাকেন স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায়। অধ্যাপক নিল ফ্রেজারকে বিয়ে করছেন। যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত। বাসবী ইউরোপে থাকলেও বাংলাকে ভালোবেসে লিখেছেন একগুচ্ছ বই।
ইংরেজি সাহিত্যের এমেরিটা অধ্যাপক বাসবী স্কটিশ সেন্টার অফ টেগোর স্টাডিজের কর্ণধার। ই-পত্রিকা ‘গীতাঞ্জলি অ্যান্ড বিয়ন্ড’-এর সম্পাদনা করেন। এছাড়া তিনি ডান্ডি বিশ্ববিদ্যালয়ে রয়্যাল লিটেরারি ফান্ড ফেলো, এডিনবরা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর সাউথ এশিয়ান স্টাডিজ-এর সাম্মানিক ফেলো এবং স্কটিশ পোয়েট্রি অ্যাসোসিয়েশনের সদস্য। স্কটল্যান্ড যাতে ব্রিটেনের অন্তর্ভুক্ত থাকে, তার পক্ষে অংশ নেন গণভোটে।
স্কটল্যান্ড ও বাংলাকে নিয়ে লিখেছেন ‘ফ্রম দ্য গঙ্গা টু দ্য টে’, ‘স্কটস বিনিথ দ্য বানিয়ান ট্রি: স্টোরিজ় ফ্রম বেঙ্গল’-এর মতো বই। বেশ কিছু বই সম্পাদনা করেছেন৷ ব্রিটিশ অ্যাকাডেমির গবেষণা অনুদানে সম্পাদনা করেন ‘বেঙ্গল পার্টিশন স্টোরিজ: অ্যান আনক্লোজ়ড চ্যাপ্টার’। শিশু সাহিত্য এবং অনুবাদ সাহিত্যেও কীর্তি রেখেছেন। নাট্যরূপ দিয়েছেন রামায়ণের।
ব্রিটিশ রানির নববর্ষ অনুষ্ঠানে বাসবী ফ্রেজারকে কম্প্যানিয়ন অব দ্য ব্রিটিশ এম্পায়ার বা সিবিই সম্মানে ভূষিত করা হল স্কটল্যান্ডের শিক্ষা, সংস্কৃতি ও সংহতিতে বিশেষ অবদানের জন্য।