No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বর্ধমান বিশ্ববিদ্যালয় এবার চালু করছে করোনা টেস্টিং ল্যাব

    বর্ধমান বিশ্ববিদ্যালয় এবার চালু করছে করোনা টেস্টিং ল্যাব

    Story image

    সারা বিশ্ব এখন করোনা মহামারির কবলে। মহামারি প্রতিরোধ করতে যত বেশি সম্ভব করোনা পরীক্ষা বাড়ানো দরকার। বর্ধমান মেডিকেল কলেজের সঙ্গে যৌথভাবে এবার বর্ধমান বিশ্ববিদ্যালয় চালু করতে চলেছে করোনা টেস্টিং ল্যাব।

    বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জুলজি বিভাগের মলিকিউলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক্স ল্যাবে ক্যানসার, থ্যালাসেমিয়া প্রভৃতি রোগের গবেষণা হয় রিয়েলটাইম পিসিআরের মাধ্যমে। বর্ধমান মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগেও এই ব্যবস্থা রয়েছে। রিয়েলটাইম পিসিআর ব্যবহার করে প্রতিবার ৯০ থেকে ৯৫টি নমুনা পরীক্ষা করা সম্ভব। 

    এখন করোনা টেস্টিং ল্যাবের পরিকাঠামো তৈরির কাজ চলছে। আইসিএমআরের অনুমোদন পেলেই চালু হবে পরীক্ষার কাজ। ল্যাবের কাজ শুরু হলে দুই বর্ধমান জেলা ও তার আশেপাশের বহু মানুষ উপকৃত হবেন। করোনা পরীক্ষার জন্য তাঁদের অন্য জেলা বা কলকাতায় আর যেতে হবে না। 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @