No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    পথে বীজ ছড়াতে ছড়াতে ‘সবুজ রথে’ই দিল্লি যেতে চান বাপি

    পথে বীজ ছড়াতে ছড়াতে ‘সবুজ রথে’ই দিল্লি যেতে চান বাপি

    Story image

    পাঁচবছর ধরে ছুটছে কলকাতার গ্রিন ট্যাক্সি। বাপি ওরফে ধনঞ্জয় চক্রবর্তী অবশ্য নিজের ট্যাক্সির নাম দিয়েছেন ‘সবুজ রথ’। শহরে সবুজ কমছে, গোটা দেশেই শুকিয়ে আসছে জল। তারমধ্যে দাঁড়িয়েই আজো সবুজের বার্তা দিয়ে যাচ্ছেন তিনি। তাঁর রথের প্রায় ২২,০০০ টাকা খরচ করে সবুজ চাদরে গাড়ির ছাদ ঢেকেছিলেন বাপি। এই ছাউনির ওজনও বিপুল। এই ভারে গাড়ির তেল খরচাও বেড়েছে অনেকটাই। তবু, সবুজ ছাড়তে চাননি তিনি। অন্যান্য গাড়ির মতো বিষাক্ত ধোঁয়া উগরোয় তাঁর ‘সবুজ রথ’-ও। সেই ক্ষতির বিনিময়ে যদি সামান্য সবুজ আর অক্সিজেন দেওয়া যায় এই ধুঁকতে থাকা পৃথিবীকে। বাপি সেই চেষ্টাই করে চলেছেন আজো। নানা জায়গা থেকে ডাক আসে। বারবার গাছ লাগানোর, গাছ বাঁচানোর কথাই বলেন বাপি।

    তাঁর স্বপ্ন ‘সবুজ রথ’ নিয়েই পাড়ি দেবেন দিল্লিতে। পথে ছড়াতে ছড়াতে যাবেন বীজ। আলাপ হবে নিশ্চয়ই অনেকের সঙ্গে। তাদেরকেও বলবেন গাছ লাগানোর কথা। পরিবেশ নিয়ে ভাবনার আদান-প্রদান হবে। সবুজের বার্তা বুনতেই বুনতেই দিল্লি যেতে চান বাপি। দেখা করতে চান রাষ্ট্রপতির সঙ্গেও। তাঁর হাতেও তুলে দিতে চান গাছের চারা। রাষ্ট্রপতিকে পরিবেশ নিয়ে আরো গভীরে ভাবার অনুরোও জানাতে চান। রাষ্ট্রপতির সঙ্গে দেখা হলে সেই কথা পৌঁছবে অনেকের কাছে। তাতে যদি পরিবেশ নিয়ে উৎসাহিত হয় মানুষজন।  

    ভালোবাসার শহর পাশে দাঁড়ালে ‘সবুজ রথ’ একদিন ঠিক পাড়ি জমাবে দিল্লি। ভিন রাজ্যের মানুষরা অবাক হয়ে দেখবে তাকে। বিস্ময় তারপর বাঁক নেবে মুগ্ধতায়। সেই মুগ্ধতা থেকেই হয়তো অনেকে নিজের নিজের মতো করে চেষ্টা করবেন সবুজ বাঁচানোর, সবুজ বাড়িয়ে তোলার। সেটাই তো চান ধনঞ্জয় ওরফে বাপি। গোটা শহর, গোটা দেশ সবুজের ছাউনি তুলে নিক মাথায়, এর চেয়ে সুখের স্বপ্ন আর কী আছে? 

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @