No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    বাংলার আসনশিল্পের অন্দর কথা ২

    বাংলার আসনশিল্পের অন্দর কথা ২

    Story image

    “ওই আসনতলের মাটির পরে লুটিয়ে রব
    তোমার চরণ-ধূলায় ধূলায় ধূসর হব।
    কেন আমায় মান দিয়ে আর দূরে-রাখ?
    চিরজনম এমন করে ভুলিয়ো নাকো।”

    বাংলার লোকাচার, লোক-অনুষ্ঠানের আরম্ভে আসর-বন্দনা গাওয়া হয়। আসর-বন্দনায় থাকে আকাশ, মাটি, গাছ, বাতাস, নদী, সূর্য ও নানাদিকের বন্দনা-গান। কারণ, আমরা যে এই পঞ্চতত্ত্বে মোড়া পৃথিবীতে বাস করি। আমাদের বড়ো হয়ে ওঠার ক্ষেত্রে এদের প্রত‍্যেকের অবদান রয়েছে। তাই, অনুষ্ঠানের আরম্ভে আসর-বন্দনা গাওয়া হয়। আসর-বন্দনায় আসন পেতে ঐ সকল অতিথিদের আমন্ত্রণ করা হয়।

    বাংলার ব্রতকথায় আসন নিয়ে দু-দুটো ব্রত রয়েছে। এক, আসনপীরের ব্রত আর দুই, আদর-সিংহাসন ব্রত। বেশিরভাগ ব্রতেই নারীর মনস্কামনা প্রতিধ্বনিত হয়। ঠিক তেমনই আসনশিল্পেও নারীর নানা অবদমিত বা সুপ্ত নান্দনিক চেতনা প্রকাশ পেয়েছে। মেয়েরা সর্বত্রই কল্পনাবিলাসী। ছোটো থেকে তার কল্পনা-প্রবণতা শুরু হয়। নানা বাস্তব-অবাস্তব স্মৃতি নারীমনের খোরাক জোগায়। আসনেও বোনা হয়ে যায় সেইসব কল্পনার রং।

    আসন শুদ্ধিমন্ত্র: 

    “ ...ও আসন মন্ত্রস‍্য মেরুপৃষ্ঠে
    ঋষি সুতলাংছন্দ কুর্মদেবতা
    আসনে উপবেশনে বিনিয়োগ
    ওঁ রিং আধারশক্তি কমলাসনেয় নমঃ”

    এই মন্ত্রপাঠের মধ‍্যে দিয়ে আসন শুদ্ধ করা হয়। যে কোনো আচার-অনুষ্ঠানে ব্রাহ্মণ এই মন্ত্রের দ্বারাই আসন শুদ্ধি করেন।

    আসনশিল্পী ষষ্ঠী দাস

     

    আসনের উপকরণ: 
    প্রকৃতিজাত বস্তু থেকে বর্তমান সময় পর্যন্ত নানা সামগ্ৰী দিয়ে আসন তৈরি হয়। খেজুর, তাল, নারকেল, হোগলা, কুশ, সাবাই ইত‍্যাদি গাছের পাতা দিয়ে প্রকৃতিজাত আসন তৈরি হয়। সূচী শিল্পাসনের প্রয়োজনীয় উপকরণ হল সূচ, পাটের চট, কাপড়ের পাড়ের পুরনো সুতো, রঙিন উল বা সুতো, ছিট কাপড়, সাদা থান, পাড়ের জন‍্য লাল কাপড়। সূচী শিল্পাসনের জন‍্য প্রথমদিকে ব‍্যবহৃত হত কাপড়ের পাড়। কারণ, যে মহিলারা এগুলি বুনতেন তাঁদের আর্থিক স্বচ্ছলতা ছিল না। তাঁরা স্বামী বা পরিবারের কেউ এসব কাজের জন‍্য অর্থ ব‍্যয় করতেন না বা করতে পারতেন না। কিন্তু, শিল্পীমন এতেও দমে যায়নি। পুরনো কাপড়ের পাড়ের সুতো দিয়েই আসন বুনতে শুরু করেছিলেন বাংলার মেয়েরা।

    “হেরি সে মেরি তইলা বাড়ী খসমে সমতুলা
    সুকড় এসে রে কাপাসু ফুটিলা...”

    চর্যাপদের এই পদ প্রমাণ করে যে বাংলায় কার্পাসের বস্ত্রের প্রচলন ছিল। এই বস্ত্র দিয়েই নানা প্রসাধনী নির্মিত হত। পুরনো কাপড়ের পাড় দিয়ে আসনও সেই সময়ও বোনা হত।

    বাংলায় আসন-শিল্পর অসংখ্য প্রকারভেদ। সেইসব প্রকারভেদ নিচের চার্টটির মাধ্যমে দেখানো হল--

     

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @