বাংলাদেশের নিম্নবর্গের মানুষদের জন্য কথা বলতে চান আলোকচিত্রী এমদাদ হোসাইন

মানুষের হয়ে কথা বলা কিংবা মানুষের জন্য কথা বলা- এমনই কিছু কথা বলার তাগিদ থেকেই আর ঘরের চার দেওয়ালের মধ্যে আটকে থাকা যাচ্ছে না। অতঃপর রাস্তায় ঘুরে বেড়ানো, হাতে ক্যামেরা, চোখে সহস্র ফ্রেম। বাংলাদেশের নিম্নবর্গের মানুষদের জন্য কথা বলতে চান তরুণ আলোকচিত্রী এমদাদ হোসাইন। তাঁদের সারাদিনের আলো ছড়িয়ে দিতে চান বিশ্বব্যাপী। এমদাদ হোসাইনের বাস বাংলাদেশ চট্টগ্রামের ছোট্ট একটি গ্রামে। চট্টগ্রাম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফি করেন। ২০১৬ সাল থেকে এই নেশায় বুঁদ হয়ে আছেন। বাংলাদেশের মানুষের জীবনবৈচিত্র্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফটোগ্রাফিতে আসেন এমদাদ। এর আগেও এমদাদের ছবিতে সমৃদ্ধ হয়েছিল ছবিমহল। আজ থাকল আরও কিছু ছবি।
ক
খ
গ
ঘ
ঙ
সর্বসত্ব সংরক্ষিত