বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২২ : এই প্রথমবার কলকাতায় আসছে ‘হাওয়া’

আগামী ২৯ অক্টোবর থেকে কলকাতায় শুরু হচ্ছে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ২০২২ (Bangladesh Film Festival 2022), চলবে ২ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ২৫টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র, ৪টি তথ্যচিত্র এবং ৮টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডঃ হাসান মাহমুদ। এছাড়াও থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী বাবুল সুপ্রিয়।
অন্যান্য বছরের তুলনায় ২০২১-২০২২, এই এক বছরে বাংলাদেশের চলচ্চিত্রে যে জোয়ার এসেছে, তা নিশ্চিতভাবে বলা যায়। উৎসবের সিনে-তালিকাটিও চমকপ্রদ। নন্দন-রবীন্দ্র সদন প্রাঙ্গন জুড়ে প্রদর্শিত হবে ‘হাওয়া’, ‘রেহানা মরিয়ম নূর’, ‘নোনা জলের কাব্য’-এর মতো বিখ্যাত সব সাম্প্রতিক বাংলাদেশী ছবি। এছাড়াও দেখানো হবে ‘হৃদিতা’, ‘বিউটি সার্কাস’, ‘পরান’, ‘পায়ের তলায় মাটি নাই’, ‘পাপ পুণ্য’, ‘কালবেলা’, ‘চন্দ্রাবতী কথা’, ‘চিরঞ্জীব মুজিব’, ‘রাত জাগা ফুল’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘গলুই’, ‘গণ্ডি’, ‘বিশ্বসুন্দরী’র মতো জনপ্রিয় ছবিগুলি।
আরও পড়ুন: করুণ শঙ্খের মতো ‘হাওয়া’
‘হাওয়া’ (Hawa) বাংলাদেশে নতুন হাওয়া তুলেছে কয়েকমাস ধরে। কলকাতার দর্শক মুখিয়ে ছিলেন কবে এই ছবি দেখবেন! ছবিটি এই প্রথম কলকাতায় দেখা যাবে। মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ ছবির কাহিনি মাঝ দরিয়ার এবং পুরোটাই শুট হয়েছে সেখানে। এমন ভূমি বিচ্ছিন্ন চলচ্চিত্র বাংলাদেশে এর আগে হয়নি। এই ছবির গল্প একেবারেই ব্যতিক্রমী, আর দশটা বাংলা ছবির থেকে এর গল্প বলার ধরনটাও আলাদা। রূপকাশ্রিত পরাবাস্তব এই ছবি যে রাজনৈতিক প্রস্তাবনা নিয়ে হাজির হয়, তার নজির বাংলাদেশের চলচ্চিত্রে বিরল। চার বছরের প্রস্তুতি ও কঠোর পরিশ্রম করার পর ছবিটি বাংলাদেশে মুক্তি পায়।
বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ২৫টি পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র, ৪টি তথ্যচিত্র এবং ৮টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র।
অন্যদিকে বাংলাদেশের বহু প্রশংসিত ছবি আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ (Rehana Maryam Noor) দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এর আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়েছিল ছবিটি। ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) ‘আঁ সার্তে রিগা’ বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’। প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের পর এই প্রথম বাংলাদেশের কোনও ছবি কানের একটি মর্যাদাপূর্ণ বিভাগে জায়গা করে নিয়েছিল। কান-এ বিশেষভাবে সমাদৃত হয়েছিল এই গুরুত্বপূর্ণ ছবিটি।
‘নোনাজলের কাব্য’ (The Salt in our Waters) ২০২০ সালের একটি ফ্রেঞ্চ-বাংলাদেশী বাংলা চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের জেলেদের দৈনন্দিন জীবন সংগ্রাম, প্রতিকূল আবহাওয়ায় টিকে থাকার লড়াই, জেলে সমাজের রীতিনীতি ও সাংস্কৃতিক প্রভাব চিত্রিত হয়েছে ছবিতে।
চারদিনের এই চলচ্চিত্র উৎসব সবমিলিয়ে জমজমাট। ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্রের (28th KIFF) আগে এত বড়ো আকারে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের সাক্ষী থাকবে কলকাতার সিনেপ্রেমীরা।