No Image

   

00:00
00:00
Volume

 0 Songs

    রাজ্যের প্রায় পাঁচ হাজার শিল্পীদের অংশগ্রহণে চলছে বাংলা সংগীত মেলা ২০২২

    রাজ্যের প্রায় পাঁচ হাজার শিল্পীদের অংশগ্রহণে চলছে বাংলা সংগীত মেলা ২০২২

    Story image

    চ্যালেঞ্জার দ্য ব্যান্ড (সিটিবি)

    ত ২৫ ডিসেম্বর থেকে তথ্য ও সংস্কৃতি বিভাগের (Ministry of Information & Cultural Affairs) ব্যবস্থাপনায় মহানগরে শুরু হল বাংলা সংগীত মেলা এবং বিশ্ব বাংলা লোকসংস্কৃতি উৎসব ২০২২। গানের সুরে পুরোনো বছরকে বিদায় জানানো, নতুন বছরের আবাহন। প্রত্যেক শীতে কলকাতার  অন্যতম আকর্ষণ এই সংগীত মেলা। অন্যান্য বছরের মতো এবারেও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে এই সংগীত মেলা পরিবেশিত হচ্ছে কলকাতার ১১টি মঞ্চে। যা চলবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত।

    বাংলা সংগীত মেলা ২০২২ (Bangla Sangeet Mela 2022) চলছে কলকাতার রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, ৪নং নেতাজিনগর কলোনি খেলার মাঠ, ফণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রামঞ্চ, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্তমঞ্চ, একতারা মুক্তমঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সংগীত আকাদেমি মুক্তমঞ্চ, আনন্দপুর যুব সংঘ খেলার মাঠ এবং চারুকলা পর্ষদ সংলগ্ন মুক্তমঞ্চে।

     

    প্রতিদিন বিকাল ৫টা থেকে শুরু হচ্ছে বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের সংগীতমেলায় অংশগ্রহণ করেছেন রাজ্যের প্রায় পাঁচ হাজারেরও বেশি সংগীত ও যন্ত্রশিল্পী। কলকাতা ছাড়াও গাইছেন বিভিন্ন জেলার প্রবীণ-নবীন শিল্পীরা। এমনকি বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লোকশিল্পীরা অংশগ্রহণ করেছেন। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Govt.) আয়োজিত বিভিন্ন সংগীত প্রতিযোগিতা ও কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিভাবান নবীন শিল্পীরাও এই মেলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

    এবারের সংগীতমেলায় অংশগ্রহণ করেছেন রাজ্যের প্রায় পাঁচ হাজারেরও বেশি সংগীত ও যন্ত্রশিল্পী। কলকাতা ছাড়াও গাইছেন বিভিন্ন জেলার প্রবীণ-নবীন শিল্পীরা। এমনকি বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার লোকশিল্পীরা অংশগ্রহণ করেছেন।

    দেশপ্রিয় পার্কে প্রতিদিন বিকেল ৫টা থেকে গান পরিবেশন করছে বাংলার খ্যাতনামা ব্যান্ডগুলি (Bengali Band)। ইতিমধ্যেই গান পরিবেশন করেছে মহীন এখন ও বন্ধুরা, দোহার, কায়া, ক্রসউন্ডস, শহর, ডিঙ্গা, শামিয়ানা। এছাড়াও তালিকায় রয়েছে ভূমি, সমন্ত্যক সিনহা লাইভ, চন্দ্রবিন্দু, লক্ষ্মীছাড়া, একলব্য, সহজ মানুষ, সহজিয়া, মহুল, ক্যাকটাস এবং অন্যান্যরা।

    গগনেন্দ্র প্রদর্শশালায় প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে ‘শতবর্ষে শ্রদ্ধাগুলি’ শীর্ষক একটি প্রদর্শনী। যেখানে শ্রদ্ধাজ্ঞাপন করা হচ্ছে রামকুমার চট্টোপাধ্যায়, ভি বালসারা, সুপ্রীতি ঘোষ এবং শ্যামল গুপ্ত-এর বর্ণময় সৃষ্টিগুলিকে। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত্রি ৮টা পর্যন্ত চলছে এই প্রদর্শনী। বাংলা সংগীতমেলা উপলক্ষে রবীন্দ্র সদন-নন্দন চত্বরে বেশ কয়েকটি অস্থায়ী স্টল তৈরি করা হয়েছে। যেখানে সংগীত-বিষয়ক গ্রন্থ, রকমারি হস্তশিল্পের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা থাকছে। সেই সঙ্গে থাকছে নানান খাবারের স্টল। প্রত্যেকটি মঞ্চে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাচ্ছে সমগ্র অনুষ্ঠান।

    বঙ্গদর্শনের সপ্তাহের বাছাই করা ফিচার আপনার ইনবক্সে পেতে

    @